জানুন শিশুদের সাধারণ জ্ঞানের বিষয়
বাচ্চাদের মেধাবিকাশের জন্য, বাচ্চাদের বেড়ে ওঠার পাশাপাশি আমরা তাদের সাথে কথা বলার জন্য তাদের সাথে মুখে মুখে অনেক কিছু শেখায়। এ শেখানোর মাধ্যমে বাচ্চারা অনেক কিছু শিখে ফেলে। তাই বাচ্চাদের সাধারণ জ্ঞানের কিছু কথা।
পোস্ট সূচিপত্রঃচলুন তাহলে আজকে জেনে নেয়া যাক শিশুদের সাধারণ জ্ঞানের বিষয় সম্পর্কে। শিশুরা যখন কথা বলতে শিখবে তখন থেকে যদি ছোট ছোট এইসব জ্ঞানের বিষয়ে চর্চা করা হয় তাহলে তাহলে শিশু দ্রুত শিখে যাবে।
ফুলের বিষয়
০১। ফুলের রানি কোন ফুল?
=গোলাপ ।
০২। পৃথিবীতে কোন রঙের ফুল সবচেয়ে বেশি হয়?
=লাল রঙের ।
০৩। কোন রঙের ফুলের সুবাস বেশি?
=সাদা রঙের ।
০৪। ফুলের রাজা কোন ফুল?
= গন্ধরাজ ।
০৫। কোন ফুল সূর্যের দিকে মুখ করে থাকে?
= সূর্যমুখী ।
০৬। কোন ফুলকে স্বর্গের ফুল বলে?
= প্যারাডাইস ।
০৭। সবচেয়ে বড় ফুলের নাম কি?
=র্যাফলেসিয়স ।
০৮। সবচেয়ে ছোট ফুল কোনটি?
=উলর্ফিয়া ।
০৯। সবচেয়ে লম্বা ফুল কোনটি?
=টাইটান আরুম ।
১০। কোন ফুল ফলের ভেতরে থাকে?
= ডুমুর ।
ফলের বিষয়
০১। ফলের রাজা কোন ফল?
=আম ।
০২। বাংলাদেশের সবচেয়ে বড় ফল কোনটি?
=কাঠাল ।
০৩। কোন ফলকে গ্রীষ্মকালীন আপেল বলা হয়?
=পেয়ারাকে ।
০৪। কোন ফলে সবচেয়ে বেশি ভিটামিন সি থাকে?
=আমলকিতে ।
০৫। কোন ফল সবচেয়ে বেশি টক?
=তেঁতুল ।
০৬। কোন ফুলের ভিতর মিষ্টি পানি থাকে?
=ডাব ।
আরো পড়ুনঃ শিশুর দাঁতের যত্ন যেভাবে নেবেন
০৭। কোন ফলে পুষ্টিগুণ সবচেয়ে বেশি
= আতা ।
০৮। কোন ফল দেহে দ্রুত শক্তি যোগায়?
=খেজুর ।
১০।কোন উদ্ভিদ ফল হিসাবে খাওয়া যায়?
= আখ ।
উদ্ভিদের বিষয়
০১। গাছের কী জীবন আছে?
=হ্যাঁ, গাছের জীবন আছে।
০২। গাছের জীবন আছে কে প্রমাণ করেন?
=জগদীশচন্দ্র বসু ।
০৩। কোন গাছ পাতা থেকে জন্মায়?
= পাথরকুঁচি ।
০৪। কোন গাছের কোন পাতা নেই?
=ফণিমনসা ।
০৫। কোন গাছ সবচেয়ে তাড়াতাড়ি বাড়ে?
= বাঁশ গাছ ।
০৬। কোন গাছ একবার ফল দিয়ে মারা যায়?
=কলা গাছ ।
০৭। সবচেয়ে বেশি দিন ফল দেয় কোন গাছ?
=নাশপাতি গাছ ।
আরো পড়ুনঃ বাচ্চাদের হাত পা ঘামে কেন
০৮। কোন গাছের পাতা স্পর্শ করলে নুয়ে যায়?
= লজ্জাবতী গাছ ।
০৯। সুন্দর বনেরর প্রধান বৃক্ষ কি?
= সুন্দরী গাছ।
১০। গাছ পরিবেশ রক্ষার কাজে কোন গাছ সহায়ক?
=নিমগাছ
পশুর বিষয়
০১। পশুর রাজাকে?
=সিংহ ।
০২। কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়?
= ঘোড়া ।
০৩। সবচেয়ে উঁচু প্রাণী কোনটি?
= জিরাফ
০৪। সবচেয়ে বড় স্থলচর প্রাণীর নাম কি?
= হাতি ।
০৫। সবচেয়ে দ্রুতগামী প্রাণী কোনটি?
= চিতাবাঘ ।
০৬। সবচেয়ে বড় জলচর প্রাণী কি?
=নীল তিমি ।
০৭। ভাবের কোন প্রাণী জিহ্বা দিয়ে শুনে?
=সাপ ।
০৮। কোন প্রাণী সবচেয়ে চালক?
=শিয়াল ।
০৯। কোন প্রাণী সবচেয়ে প্রভু ভক্ত?
=কুকুর
১০। কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?
=উটকে ।
পাখির বিষয়
০১। পাখির রাজা কোন পাখি?
=ঈগল ।
০২। সবচেয়ে বড় পাখি কোনটি?
=উটপাখি
০৩। কোন পাখি ডিম পাড়ে না?
=বাদুর ।
০৪। কোন পাখিকে শিল্পী পাখি বলে?
=বাবুই পাখিকে ।
০৫। শান্তির প্রতিক কোন পাখি?
=কবুতর ।
০৬। মানুষের মত দু'পায়ে হাটে কোন পাখি?
= পেঙ্গুইন ।
০৭। কোন পাখি মেঘের ডাক শুনে নাচে?
=ময়ূর ।
০৮। কোন পাখি অন্য পাখির বাসায় ডিম পাড়ে?
=কোকিল
০৯। কোন পাখি কথা বলতে পারে?
=ময়না ।
১০। সবচেয়ে ছোট পাখির নাম কি?
= হামিংবার্ড ।
মাছের বিষয়
০১। মাছের রাজা কোন মাছ?
=ইলিশ ।
০২। মাছ কিভাবে ঘুমায়?
= চোখ মেলে
০৩। মুখে ডিম রেখে বাচ্চা ফুটায় কোন মাছ?
=তেলাপিয়া ।
০৪। সবচেয়ে ভয়ংকর মাছের নাম কি?
= হাঙ্গর
০৫। কোন মাছ খেলে মানুষ মারা যায়?
= পটকা মাছ ।
০৬। কোন মাছের শরীরে রক্ত নেই?
=চিংড়ি ।
০৭। মাছের বাচ্চাকে কী বলে?
= পোনা মাছ ।
০৮। কোন মাছ উড়তে পারে?
= উড়ুক্কু মাছ ।
০৯। কোন মাছ ডিম পাড়ে না?
=তিমি ।
১০। কোন মাছের কাঁটায় বিষ থাকে?
=শিং মাছ ।
মানব দেহের বিষয়
০১। মানবদেহের কয়খানা হাড় থাকে?
= ২০৬ খানা ।
০২। মানুষের মেরুদন্ডে কয়টি হাড় আছে?
=৩৩টি ।
০৩। বুকের উভয় পাশে কতখানা করে হাড় আছে?
=১২ খানা করে ২৪ খানা।
০৪। মানুষের শরীরে ফুসফুসের কাজ কি?
= শ্বাস-প্রশ্বাসের কাজ করা ।
০৫। পাকস্থলীর কাজ কি?
= খাদ্য হুজুরের সহায়তা করা ।
০৬। মানুষ কোন গানে বেশি শুনে?
= ডান কানে ।
০৭। মানুষের শরীরে কত ভাগ পানি আছে?
= শতকরা ৭০ ভাগ ।
০৮। মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত?
=৯৮.৪ ডিগ্রি ।
০৯। মানবদেহে হৃদপিন্ডের কাজ কি?
= রক্ত চলাচলে সাহায্য করে ।
১০। প্রাপ্তবয়স্ক মানুষের কয়টি দাঁত থাকে?
=৩২ টি ।
খাদ্য ও পুষ্টির বিষয়
০১। আদর্শ খাদ্য কোনটি?
=দুধ ।
০২। কোন কোন খাবার বেশি খাওয়া উচিত নয়?
= চকলেট, আইসক্রিম ইত্যাদি ।
০৩। কোন খাবার কম খেতে হয়?
= চর্বি জাতীয় খাবার ।
০৪। বাইরের খোলা খাবার খেলে কি হয়?
= পেটের অসুখ হয় ।
০৫। দিলে রাতে কয়বার দাঁত মাজতে হয়?
=২ বার ।
০৬। এর প্রধান খাদ্য কি?
= ভাত ।
০৭। কোন ধরনের খাদ্য বেশি খাওয়া উচিত?
=শাকসবজি ।
০৮। লেবু ও কমলাতে কোন ভিটামিন থাকে?
= ভিটামিন 'সি' থাকে ।
০৯। বলা ও ঢেলা মাছে কোন ভিটামিন থাকে?
= ভিটামিন 'এ' থাকে ।
১০। শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত কি করতে হয়?
=ব্যায়াম করতে হয় ।
ধর্মের বিষয়
০১। ইসলাম অর্থ কি?
= শান্তি ।
০২। মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি?
= আল কুরাআন ।
০৩। মুসলমানদের ইবাদত খানার নাম কি?
= মসজিদ ।
০৪। মুসলমানগণ কোন দিকে মুখ করে নামাজ পড়েন?
=কাবা শরীফের দিকে ।
০৫। হিন্দুদের উপাসনালয়ের নাম কি?
=মন্দির ।
০৬। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব কোনটি?
=দুর্গাপূজা ।
০৭। খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব কি?
=বড়দিন ২৫ ডিসেম্বর ।
০৮। খ্রিস্টানদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?
=বাইবেল ।
০৯। বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে?
=গৌতম বুদ্ধ ।
১০। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি?
=ত্রিপিটক ।
খেলাধুলার বিষয়
০১। বাংলাদেশের জাতীয় খেলার নাম কী?
=হা-ডু-ডু ।
০২। সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি?
=ফুটবল ।
০৩। ব্যাডমিন্টন খেলার উৎপত্তি হয় কোন দেশে?
= ভারতে ।
০৪। ক্রিকেট খেলার উৎপত্তি হয় কোথায়?
= ইংল্যান্ডে ।
০৫। ফুটবল খেলার জন্ম কোন দেশে?
= চীনে ।
০৬। ফুটবলের সম্রাট বলা হয় কাকে?
= পেলেকে ।
০৭। ফুটবলের রাজপুত্র বলা হয় কাকে?
= ম্যারাডোনাকে ।
০৮। দাবা খেলার উৎপত্তি কোন দেশে?
= ভারতে ।
০৯। গোল্লাছুট, দাঁড়িয়াবান্দা কোন দেশের খেলা?
=বাংলাদেশের
১০। বিশ্বের সর্ববৃহৎ খেলার আসর কোনটি?
অলিম্পিক গেমস
রেদওয়ান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url