ঘরে বসে মেকআপ করার নিয়ম - মেকআপ করতে কি কি লাগে

নারীরা নিজেকে অনন্য করে সাজাতে চায় সবাই। নিজেকে পোরিপাটি করে রাখতে চায়। চেহারাকে ফুটিয়ে তুলতে মেকআপের  বিকল্প নেই। প্রত্যেকটা নারীর নিজস্ব সৌন্দর্য রয়েছে। আর এই সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে মেকআপ নারীর সাজের গুরুত্বপূর্ণ অংশ।

ঘরে বসে মেকআপ করার নিয়ম

পোস্ট সূচিপত্রঃচলুন জেনে নেয়া যাক মেকআপ করতে কি কি সরঞ্জাম প্রয়োজন হয় তা নিচে উল্লেখ করা হলঃ

ফেসওয়াশ,স্কাব

অপরিস্কার ত্বকে কখনোই মেকআপ বসবে না। সেজন্য প্রথমে মুখমন্ডল ফেসওয়াশ দিয়ে ভালোভাবে পরিস্কার করে নিতে হবে।এরপর পারফেক্ট মেকআপ লুক পাওয়ার জন্য স্ক্রাব করা জরুরী। যাদের স্ক্রিনে ব্ল্যাক হ্যাডস বা হোয়াইট হেডস প্রবলেম রয়েছে,  তারা অবশ্যই চেষ্টা করবেন স্ক্রাব বা এক্সফোলিয়েটর ব্যবহার করে সার্কুলার মেশিনে আস্তে আস্তে ঘষে স্কিনের ডেডসেল গুলো পরিষ্কার করতে।

আরো পড়ুনঃ রাতে ঘুমানোর আগে মুখের যত্ন

যাদের স্কিনের সহজে মেকআপ সমানভাবে বসে না, তারা এই স্টেপটি মেনে চললে আর কোন মেকআপ করতে প্রবলেম হবে না ।

টোনার,মশ্চারাইজার

টোনার ত্বকের বাড়তি পুষ্টি যোগায় ও ত্বকের পিএইচ ব্যালেন্স বজায় রাখে। ত্বকে গভীর থেকে পরিষ্কার করে। টোনার ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় এবং অতিরিক্ত তেল শোষণ করে। মশ্চারাইজার অবশ্যই ব্যবহার করতে হবে। অয়েলি স্কিন, ড্রাই স্কি্‌ সেনসিটিভ স্কিন, যেমনি স্কিন হোক না কেন প্রত্যেক স্কিনে অবশ্যই ময়শ্চেরাইজার লাগাবে। মশ্চারাইজার স্কিনকে প্রটেক্ট করে। মেকআপ করার আগে টোনার আর মশ্চারাইজার লাগানোর পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে করে স্কিনে খুব ভালোভাবে সেট হয়ে যায। 

প্রাইমার

প্রত্যেকটা স্কিনে প্রাইমার ইউজ করতে হবে। স্কিনটা ফ্লোরেস লাগবে আর স্কিনের কোষ গুলো বন্ধ করে দেবে। স্কিনটাকে ইভেন্ট করে দেবে। ঘাম হবে না আর ঘামের জন্য মেকআপ নষ্ট হবে না।

ফাউন্ডেশন

ফাউন্ডেশন হচ্ছে মেকআপের প্রথম ধাপ। প্রথমে মুখে ও গলায় কানে ফাউন্ডেশন ব্লেন্ড করে নিতে হবে। এট হাত দিয়েও ব্লেন্ড করা যাবে বা স্প্যাচেলার সাহায্যে ব্লেন্ড করা যাবে। তারপর শুকাতে হবে।

কনসিলার

কনসিলার ইউজ করা হয় চোখের নিচে কালো দাগ চোখের উপরে কালো দাগ ঠোঁটের দুই পাশে দাগের জন্য ব্যবহার করা হয়। আর এই দাগগুলোকে ঢাকার জন্য কনসিলার ইউজ করা হয়।

কম্প্যাক্ট পাউডার

ফাউন্ডেশন ও কনসিলারটাকে সেট করার জন্য কম্প্যাক্ট পাউডার লাগাতে হয়। ব্রাশ দিয়ে কম্প্যাক্ট পাউডারটি ভালোভাবে সেট করে দিতে হবে। ব্রাশ দিয়ে কম্প্যাক্ট পাউডার ব্যবহার করলে অতিরিক্ত যে পাউডারটা ঝরে যাবে, দেন মুখে সেট হয়ে যাবে।

আই ভ্রু,আইশেডো,আইলাইনার

এরপর আই মেকআপ। সবার প্রথমে স্পুলি ব্রাশ দিয়ে আই ভ্রু টাকে আঁচড়িয়ে নিতে হবে। আই ভ্রু পমেট দিয়ে ব্রাশের সাহায্যে আই ভ্রুটাকে একে নিতে হবে। এরপর ড্রেসের সাথে ম্যাচিং করে আইশেডো লাগাতে হবে। এরপর আইলাইনার সুন্দর করে দিতে হবে।

মাশকারা,আই লেশ, কাজল

চোখের পাপড়িতে মাশকারা লাগাতে হবে। আইলেশ পড়ার জন্য প্রথমে লেশটাকে আঠা  দিয়ে কিছু সেকেন্ড রেখে দিতে হবে।তারপর চোখের পাপড়িতে আয়লেশ লাগিয়ে নিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আইলেশটি চোখের পাপড়িতে সেট হওয়ার জন্য।


আইলেশ সেট হয়ে যাবার পর নিজের ইচ্ছামত কাজল পড়ে নিতে হবে কালো কাজল অথবা সাদা কাজল করে নিতে হবে এতে করে চোখটি আরো সুন্দর দেখাবে। চোখের মেকাআপটি এত সুন্দর ও আকর্ষণীয় করতে হবে। তাহলে মুখের পুরো মেকাপটি অনেক গর্জিয়াস দেখাবে। 

ব্লাশন,হাইলাইটার

হালকা হাসিমুখ করে গালের উচু জাইগাতে ব্লাশন লাগাতে হবে। এরপর হালকা করে নাক ঠোটের নিচে লাগাতে হবে। যেখানে ব্লাশন করেছি সেখানে হাইলাইটার ব্রাশ দিয়ে  কপালের উপরে নাকের সোজা ঠোটের উপরে ঠোঁটের নিচে ও চোখের উপরে হাইলাইট করে নিতে হবে। তাহলে পুরো মেকআপ টা হাইলাইট হয়ে থাকবে এবং দেখতে অনেকটা গর্জিয়াস অনেকটা দেখাবে।

লিপলাইনার,লিপস্টিক

প্রথমে লিপলাইনার দিয়ে ঠোঁটটিকে সুন্দর করে একে নিতে হবে। যেখানে লিপলাইনার দিয়ে ঠোট একেছি তার ভেতরে সুন্দর একটি কালার চুজ করে লিপস্টিক পরে নিতে হবে। লিপস্টিক পড়লে পুরো মেকাপটি সুন্দর একটি লুক দেয়।

সেটিং স্প্রে

সেটিং স্প্রে সবার শেষে দিতে হয়। সেটিং স্প্রে ব্যবহারের নিয়ম চোখ ও নাক কিছু সেকেন্ডের জন্য বন্ধ রেখে হাতের কনুই ভাজ করে একটু দূরে রেখে সেটিং স্প্রেটা দিতে হয়। সেটির স্প্রে দিলে মুখের মেকাপটি অনেকক্ষণ ফিক্সড হয়ে থাকে।

মেকআপ ব্রাশ

অবশ্যই মেকআপ করার সময় মেকআপ ব্রাশ ইউজ করতে হবে। হাত দিয়ে মেকাপ করলে মেকআপটা ভালোভাবে সেট হবে না এবং  মুখের মেকাপটি নষ্ট হয়ে যাবে। মেকআপ ব্রাশ বিভিন্ন দামের পাওয়া যায় কম দামে বেশি দামের ভালো ব্র্যান্ডের যে যেমন ভাবে ইউজ করতে চাই সে সেরকমটা নিতে পারে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রেদওয়ান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url