মে মাসে কি কি সবজি চাষ হয় - মে মাসের সবজি চাষ পদ্ধতি ২০২৩

মে মাসে কি কি সবজি চাষ হয় এবং মে মাসের সবজি চাষ পদ্ধতি আজকের বিষয়ে আলোচনা করা হবে। মে মাস বাংলার জৈষ্ঠ মাস। প্রত্যেক মাসে কোন না কোন আলাদা রকমের সবজির ফলানো হয়। এ সময় গরম কাল বিদ্যমান থাকে তাই বিভিন্ন রকমের সবজি চাষে ভালো ফলন পাওয়া যায়। 

মে মাসে কি কি সবজি চাষ হয়

পোস্ট সূচিপত্রঃঅনেকেই জানতে চাই মে মাসের সবজি চাষ পদ্ধতি ও মে মাসে কি কি সবজি চাষ হয়। আমরা অনেকেই বাড়িতে ঘর ভাবে চাষ করতে পছন্দ করি নিজের বাড়ির আঙিনায়। তাই জানতে চাই অনেকেই মে মাসে কি কি সবজি চাষ হয় ও মে মাসের সবজি চাষ পদ্ধতি। তার জন্য আপনাকে মনোযোগ সহকারে পুরো বিষয়টি পড়তে হবে।

ভূমিকাঃ মে মাসে কি কি সবজি চাষ হয় - মে মাসের সবজি চাষ পদ্ধতি ২০২৩

মে মাস হলো বছরের পঞ্চম মাস। এই সময় গরম থাকে তাই গরমকালে বেশ কিছু সবজি ভালো হয়।কৃষক ভাইবোনেরা আছে যারা মে মাসে বিভিন্ন রকমের সবজি চাষ করে থাকে। আজকের এই বিষয়ে আর্টিকেলে আমরা মে মাসের সবজি চাষ নিয়ে আলোচনা করব। আপনারা পুরো আর্টিকেলটি ভালোভাবে পড়ুন এবং নিজেরাই ছাদে বা বাড়ির আঙিনায় চাষ করতে পারবেন। এখানে জানতে পারবেন মে মাসে কি কি সবজি চাষ হয় ও মে মাসের সবজি চাষ পদ্ধতি সঠিক নিয়মে জেনে নিন।

মে মাসে কি কি সবজি চাষ হয়

মে মাসে কি কি সবজি চাষ হয় সে সম্পর্কে বিস্তারিত জানাবো। মে মাসে কি কি সবজি ভালো ফলন হয় সে বিষয়ে আপনি জানতে পেরে নিজে সঠিকভাবে অবলম্বন করেন তাহলে অবশ্যই ভালো ফলন পাবেন। নিম্নে মে মাসে কি কি সবজি চাষ হয় বিস্তারিত আলোচনা করা হলো;

লাল শাকঃ আপনারা যদি ব্যবসার জন্য লাল শাক চাষ করতে চান তাহলে লাল শাক চাষ করতে পারেন আর যদি ছাদে চাষ করতে চান তাহলে নোটে শাক চাষ করতে পারেন। নোটে শাক লাল শাক অনেকবার সংগ্রহ করা যায়।

কলমি শাকঃ এ সময় আপনারা কলমি শাকের বীজ রোপন করে দিতে পারেন। অথবা আপনি বাজার থেকে কলমি শাকের কেনা ডাটা সংগ্রহ করে পানিতে চুবিয়ে রাখলে নতুন শিকড় গজাবে। এরপর সেটাকে আপনারা মাটিতে লাগিয়ে নিবেন তাহলে কলমি শাক সুন্দরভাবে গজাবে।

পুঁইশাকঃ পুইশাকের বীজ থেকে চারা তৈরি করার এটি ভালো সময়। পুইশাকের ডাটা মাটিতে লাগালে সেটা থেকেও পুঁইশাক ও আরও ডাটা বের হয়।

কাঠুয়া ডাটাঃ এ ডাটা গরমে চাষ করলে মিষ্টি হয় এবং শীতকালে চাষ করলে এটি মিষ্টি হয় না পানসে লাগে।

মূলাঃ আপনারা যদি অধিক লাভ করতে চান বা অসময় মূলা লাগাতে চান তাহলে এ সময় বীজ রোপন করতে হবে। যাদের পানির ব্যবস্থা আছে তারাই মূলার চাষ করবেন নয়তো এই ঝুঁকি নিবেন না।

আদাঃ এ সময় আপনারা দেখবেন বাজারে আদাতে শিকর গজাচ্ছে। এ সময় আপনারা আদা চাষ করতে পারেন। 

আরো পড়ুনঃ চুলে ভিটামিন ই ক্যাপ এর ব্যবহার

ধনিয়াঃ ধনিয়া চাষ করতে পারেন এবং ভালো লাভ হতে পারে। বাজারে কিন্তু দুনিয়ার দাম অনেক তাই করতে পারেন।

পটলঃ যারা পটল চাষ করতে চান এটাই শেষ সুযোগ এ সময় পটল গাছ রোপণ করে দিন। পটল গাছ রোপন করলে কিছুদিনের মধ্যেই ফল আসতে শুরু করবে। আর পটলের জন্য পুরুষ গাছ প্রয়োজন সেজন্য আপনারা পুরুষ গাছ রোপন করবেন।

শিমঃ আপনারা এই সময় শিমের বীজ থেকে চারা তৈরি করতে পারেন। এখন থেকে শিমের বীজ থেকে চারা তৈরি শুরু। আপনারা ২-৩ মাস থেকে শিমের বীজ থেকে চারা তৈরি করতে পারেন। আগাম যদি চাষ করতে চান তাহলে শিমের বীজ বহন করা শুরু করে দিন। 

মরিচঃ আপনারা যারা মরিচ গাছ চাষ করতে চান তারা দেশীয় মরিচ গাছ চাষ করবেন দেশীয় মরিচ গাছটা তাড়াতাড়ি মরে যায় না। আর মরিচ চাষ করতে হলে উঁচু জমিতে করবেন মে মাসে উঁচু জমিতে মরিচ চাষ করলে ভালো ফল পাওয়া যায়। 

মুখী কচুঃ এ মাসে আপনি মুখী কচু চাষ করতে পারেন। 

ঝিঙ্গাঃ আপনারা জমিতে বা বাসার আঙ্গিনায় ঝিঙ্গা চাষ করতে পারেন। একটু ছায়া আছে এমন কোন জায়গাতে চাষ করবেন আর মে মাসে ঝিঙাটা ভালো চাষ হয়।

বেগুনঃ বেগুনের অনেকগুলো জাত আছে। তার মধ্যে যেটা গোল বেগুন সেটা আপনারা মে মাসে চাষ করতে পারেন এবং ভালো দাম পাবেন।

পেঁপেঃ এ মাসে পেঁপে চাষ করতে পারবে সবজি হিসেবে। কারণ কাঁচা পেঁপের মানুষের চাহিদাটা বেশি। 

আর কাঁচা পেঁপে লাভটাই বেশি।

মে মাসের সবজি চাষ ২০২৩

মে মাসে কি কি সবজি হয় সে বিষয়ে বিস্তারিত জানাবো।সারা বছরই সারা মাস সারা সপ্তাহ কোন না কোন সবজি উৎপাদিত হয়। আজকে এই পোস্টে আমরা মে মাসের সবজি চাষ নিয়ে আলোচনা করছি।এখান থেকে আপনি মে মাসের সবজি চাষ বিস্তারিত ভালো করে জানতে পারবেন। মে মাসের আবহাওয়া উচ্চ ও নিম্ন এর মাঝামাঝি থাকে, বেশি গরম না বেশি ঠান্ডা না তাই এই সময় মাটির উষ্ণ হয়। এ সময় সবজি চাষ ভালো হয়ে থাকে।

আরো পড়ুনঃ অক্টোবর মাসে কি কি শাক সবজি চাষ করা হয়

উপরে যে সকল সবজির নাম উল্লেখ করেছি সেগুলোও মে মাসে ভালো ফলন দিয়ে থাকে সেজন্য কৃষগণ সবজি চাষ করে থাকেন।আপনি যদি ভালো ফল পেতে চান তাহলে অবশ্যই ভালো করে গাছের যত্ন নিতে হবে। উপরে উল্লেখিত সবজিগুলোর মধ্যে আপনার পছন্দমত সবজি গুলো বাগানের চাষ করতে পারেন। প্রিয় পাঠকরা আশা করি আপনারা উক্ত বিষয়টি সম্পর্কে জানতে পেরেছেন। এখন আপনি আপনার পছন্দমত সবজিগুলো চাষ করতে পারেন।

মে মাসের সবজি চাষ পদ্ধতি

আমরা জানি যে কিছু মৌসুমী চোখ যে আছে সেসব চাষ করলে ভালো ফলন পাওয়া যায়। মে মাসের সবজি চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। এ মাসের আবহাওয়া খুবই ভালো থাকে তাই সবজি ফলন করার জন্য খুবই ভালো একটি মাস। মে মাসের সবজি চাষ পদ্ধতি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব।

মে মাসের আবহাওয়া খুব শীতল থাকে খুব ঠান্ডা না খুব গরম না সেজন্য এই সময়ে সবজি চাষ ভালো হয়। এ মাসের বাংলা মাস হলুদ জ্যৈষ্ঠ মাস, এই সময় লাল শাক, কলমি শাক, কাঠোয়া ডাটা, মূলা, আদা, ধনিয়া, পটল, মরিচ, মুখী কচু, ঝিঙ্গা, বেগুন, পেঁপে ইত্যাদি এই সবজিগুলো স্মরণ করার উত্তম সময় হিসেবে গণ্য করা হয়।

এরপর গ্রীষ্মকালে টমেটোর চারা অথবা বীজ রোপন করা হয়।পেঁয়াজ, ঢেঁড়স, করলা, শসা, চিচিঙ্গা, আলু  ইত্যাদি চাষ করা যেতে পারে। সব গাছগুলোই ভালোমতো যত্ন নিতে হবে পোকামাকড়ের আনাগোনা লেগে থাকে। এর জন্য ভালো ব্যবস্থা নিতে হবে যাতে করে গাছ ও ফল দুটোই ভালো থাকে। এরমধ্যে যেসব ফসলগুলো হয়ে যাবে লাল শাক কলমি শাক পুঁইশাক এগুলো সংগ্রহ করতে হবে।

শেষ কথার আলোচনা

প্রিয় পাঠকগণ আজকের এই পোস্টে মে মাসে কি কি সবজি চাষ হয় সবজি চাষের পদ্ধতি ২০২৩ সম্পর্কে আলোচনা করা হয়েছে আশা করি ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি মনোযোগ সহকারে পোস্টটি পড়ে থাকেন তাহলে উক্ত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত না পড়েন তাহলে আপনার সবজি চাষ পদ্ধতিতে অনেক সমস্যা হতে পারে। অবশ্যই পোস্টটি ভালোভাবে পড়ে নিবেন আশা করছি ভাল উপকার পাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রেদওয়ান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url