আল্লাহর ৯৯ নামের ফজিলত ও আমল

আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো আল্লাহর ৯৯ নামের ফজিলত ও আমল সম্পর্কে।আল্লাহর ৯৯ নাম নিয়ে আমল করলে এতে কি পরিমান ফজিলত রয়েছে তা আমাদের অজানা। আল্লাহ তায়ালার যে ৯৯ টি নাম রয়েছে তা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু এই যদি আমরা মুখস্ত রাখি তাহলে আমাদের উপকারে আসবে।
আল্লাহর ৯৯ নামের ফজিলত ও আমল
পোস্ট সূচিপত্রঃএনাম গুলো খুব বেশি বড় না তাই আপনারা পবিত্র স্থানে কাজে-কর্মে নাম গুলো মনে মনে নিয়ে আমল করতে পারবেন। তাই আর দেরি না করে চলুন জেনে নেয়া যাক আল্লাহর ৯৯ নামের ফজিলত ও আমল।

উপস্থাপনাঃ আল্লাহর ৯৯ নামের ফজিলত ও আমল

আল্লাহর ৯৯ নামের গুরুত্ব রয়েছে অত্যান্ত। সবার প্রথমে বলব আমরা আল্লাহর গোলাম আল্লাহর বান্দা।আল্লাহ তা'আলা আমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তায়ালার ৯৯ টি নামের মধ্যে রয়েছে ফজিলত ও নেয়ামত। আমরা আল্লাহর ৯৯ টি নাম কমবেশি সবাই জানি কিন্তু এটি মুখস্থ অনেকেরই নেই। তাই আল্লাহতালার এই গুণবাচক নাম গুলো মুখস্ত করবে যে ব্যক্তি। সে ব্যক্তির জন্য আল্লাহকে জানা সহজ হয়ে যাবে।

আপনাদের প্রয়োজন অনুযায়ী আল্লাহর নাম নিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারবেন। কারণ আল্লাহর ৯৯ নামের মধ্যে রয়েছে আলাদা আলাদা করে ফজিল রয়েছে। নিচে উল্লেখ করা হলো আল্লাহর ৯৯ নামের ফজিলত ও আমল সম্পর্কে।

আল্লাহর ৯৯টি নাম বাংলা অর্থসহ

আল্লাহর ৯৯টি নামের ফজিলত ও আমল সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন আমরা জানবো আল্লাহর ৯৯টি বাংলা নাম অর্থসহ।
১. الله - আল্লাহ - আল্লাহ।

২. الرحمن - আর রাহমান - পরম দয়ালু।

৩. الرحيم - আর-রহী'ম - অতিশয়-মেহেরবান।

৪. الملك - আল-মালিক - সর্বকর্তৃত্বময়।

৫. القدوس - আল-কুদ্দুস - নিষ্কলুষ, অতি পবিত্র।

৬. السلام - আস-সালাম - নিরাপত্তা-দানকারী, শান্তি-দানকারী।

৭. المؤمن - আল-মু'মিন - নিরাপত্তা ও ঈমান দানকারী।

৮. المهيمن - আল-মুহাইমিন - পরিপূর্ন রক্ষণাবেক্ষণকারী।

৯. العزيز - আল-আ'জীজ - পরাক্রমশালী, অপরাজেয়।

১০.الجبار - আল-জাব্বার - দুর্নিবার।

১১. المتكبر - আল-মুতাকাব্বিইর - নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী।

১২. الخالق - আল-খালিক্ব - সৃষ্টিকর্তা।

১৩. البارئ - আল-বারী - সঠিকভাবে সৃষ্টিকারী।

১৪. المصور - আল-মুছউইর - আকৃতি-দানকারী।

১৫. الغفار - আল-গফ্ফার - পরম ক্ষমাশীল। 

১৬. القهار - আল-ক্বাহার - কঠোর।

১৭. الوهاب - আল-ওয়াহ্হাব - সবকিছু দানকারী।

১৮) الرزاق - আর-রজ্জাক্ব - রিযিকদাতা।

১৯. الفتاح - আল ফাত্তাহ - বিজয়দানকারী।

২০. العليم - আল-আ'লীম - সর্বজ্ঞ।
আরো পড়ুনঃ যিনা কাকে বলে
২১. القابض - আল-ক্ববিদ্ব' - সংকীর্ণকারী।

২২. الباسط - আল-বাসিত - প্রশস্তকারী।

২৩. الخافض - আল-খফিদ্বু - অবনতকারী।

২৪. الرافع - আর-রফীই' - উন্নতকারী।

২৫. المعز - আল-মুই'জ্ব - সম্মান-দানকারী।

২৬. المذل - আল-মুদ্বি'ল্লু - বেইজ্জতকারী।

২৭. السميع - আস্-সামিই' - সর্বশ্রোতা।

২৮. البصير - আল-বাছীর - সর্ববিষয়-দর্শনকারী।

২৯. الحكم - আল-হা'কাম - অটল বিচারক।

৩০. العدل - আল-আ'দল - পরিপূর্ণ-ন্যায়বিচারক।

৩১. اللطيف - আল-লাতীফ - সকল গোপন বিষয়ে অবগত।

৩২. الخبير - আল-খ'বীর - সকল ব্যাপারে জ্ঞাত।

৩৩. الحليم - আল-হা'লীম - অত্যন্ত ধৈর্যশীল।

৩৪. العظيم - আল-আ'জীম - সর্বোচ্চ মর্যাদাশীল।

৩৫. الغفور - আল-গফুর - অর্থ= পরম ক্ষমাশীল।

৩৬. الشكور - আশ্-শাকুর - গুনগ্রাহী।

৩৭. العلي - আল-আ'লিইউ - উচ্চ মর্যাদাশীল।

৩৮. الكبير - আল-কাবিইর - সুমহান।

৩৯. الحفيظ - আল-হা'ফীজ - সংরক্ষণকারী।

৪০. المقيت - আল-মুক্বীত - সকলের জীবনোপকরণ দানকারী।

৪১. الحسيب - আল-হাসীব - হিসাব গ্রহণকারী।

৪২. الجليل - আল-জালীল - পরম মর্যাদার অধিকারী।

৪৩. الكريم - আল-কারীম - সুমহান দাতা।

৪৪. الرقيب - আর-রক্বীব - তত্ত্বাবধায়ক।

৪৫. المجيب - আল-মুজীব - জবাব দানকারী, কবুলকারী।

৪৬. الواسع - আল-ওয়াসি' - সর্ব ব্যাপী, সর্বত্র বিরাজমান।

৪৭. الحكيم - আল-হাকীম - পরম প্রজ্ঞাময়।

৪৮. الودود - আল-ওয়াদুদ - সদয়।

৪৯. المجيد - আল-মাজীদ - সকল মর্যাদার অধিকারী।

৫০. الباعث - আল-বাই'ছ' - পুনুরুজ্জীবিতকারী।

৫১. الشهيد - আশ্-শাহীদ - সর্বজ্ঞ স্বাক্ষী। 

৫২. الحق - আল-হা'ক্ব - পরম সত্য।

৫৩. الوكيل - আল-ওয়াকিল - পরম নির্ভরযোগ্য কর্ম সম্পাদনকারী।

৫৪. القوي - আল-ক্বউইউ - পরম শক্তির অধিকারী।

৫৫. المتين - আল-মাতীন - সুদৃঢ়।

৫৬. الولي - আল-ওয়ালিইউ - অভিভাবক ও সাহায্যকারী।

৫৭. الحميد - আল-হা'মীদ - সকল প্রশংসার অধিকারী। 

৫৮. المحصي - আল-মুহছী - সকল সৃষ্টির ব্যপারে অবগত।

৫৯. المبدئ - আল-মুব্দি' - প্রথমবার সৃষ্টিকর্তা।

৬০. المعيد - আল-মুঈ'দ - পুনরায় সৃষ্টিকর্তা।

৬১. المحيي - আল-মুহ'য়ী - জীবন দানকারী।

৬২. المميت - আল-মুমীত - মৃত্যু দানকারী।

৬৩. الحي - আল-হাইয়্যু - চিরঞ্জীব।

৬৪. القيوم - আল-ক্বাইয়্যুম - সমস্তকিছুর ধারক ও সংরক্ষণকারী।

৬৫. الواجد - আল-ওয়াজিদ - অফুরন্ত ভান্ডারের অধিকারী।

৬৬. الماجد - আল-মাজিদ - শ্রেষ্ঠত্বের অধিকারী।

৬৭. الواحد - আল-ওয়াহি'দ - এক ও অদ্বিতীয়।

৬৮. الصمد - আছ্-ছমাদ - অমুখাপেক্ষী।

৬৯. القادر - আল-ক্বদির - সর্বশক্তিমান।

৭০. المقتدر - আল-মুক্ব্তাদির - নিরঙ্কুশ সিদ্বান্তের অধিকারী।

৭১. المقدم - আল-মুক্বদ্দিম - অগ্রসারক। 

৭২. المؤخر - আল-মুয়াক্খির - অবকাশ দানকারী।

৭৩. الأول - আল-আউয়াল - অনাদি।

৭৪. الأخر - আল-আখির - অনন্ত, সর্বশেষ।

৭৫. الظاهر - আজ-জ'হির - সম্পূর্নরূপে প্রকাশিত।

৭৬. الباطن - আল-বাত্বিন - দৃষ্টি হতে অদৃশ্য।

৭৭. الوالي - আল-ওয়ালি - সমস্ত কিছুর অভিভাবক।

৭৮. المتعالي - আল-মুতাআ'লি - সৃষ্টির গুনাবলীর উর্দ্ধে।

৭৯. البر - আল-বার্প - রম উপকারী, অণুগ্রহশীল।

৮০. التواب - আত্-তাওয়াব - তাওবার তাওফিক দানকারী এবং কবুলকারী।

৮১. المنتقم - আল-মুনতাক্বিম - প্রতিশোধ গ্রহণকারী।

৮২. العفو আল-আ'ফঊ - পরম উদার।

৮৩. الرؤوف - আর-রউফ - পরম স্নেহশীল।

৮৪. مالك الملك - মালিকুল-মুলক - সমগ্র জগতের বাদশাহ্।

৮৫. ذو الجلال والإكرام - যুল-জালালি-ওয়াল-ইকরাম - মহিমান্বিত ও দয়াবান সত্তা।

৮৬. المقسط - আল-মুক্ব্সিত - হকদারের হক আদায়কারী।

৮৭. الجامع - আল-জামিই' - একত্রকারী, সমবেতকারী।

৮৮. الغني - আল-গণিই' - অমুখাপেক্ষী ধনী।

৮৯. المغني - আল-মুগণিই' - পরম অভাবমোচনকারী।

৯০. المانع - আল-মানিই' - অকল্যানরোধক।

৯১. الضار - আয্-যর - ক্ষতিসাধনকারী।

৯২. النافع - আন্-নাফিই' - কল্যাণকারী।

৯৩. النور - আন্-নূর - পরম আলো।

৯৪. الهادي - আল-হাদী - পথ প্রদর্শক। 

৯৫. البديع - আল-বাদীই' - অতুলনীয়।

৯৬. الباقي - আল-বাক্বী - চিরস্থায়ী, অবিনশ্বর।

৯৭. الوارث - আল-ওয়ারিস' - উত্তরাধিকারী।

৯৮. الرشيد - আর-রাশীদ - সঠিক পথ প্রদর্শক।

৯৯. الصبور আস-সবুর - অত্যধিক ধৈর্যধারণকারী।

আল্লাহর ৯৯ নামের ফজিলত

১. الله - আল্লাহ - আল্লাহ

ফজিলতঃ (১) ইয়া আল্লাহ, এই পবিত্র নামখানা প্রতিদিন ৪ হাজার ৩৫৬ বার করে ৪০ দিন যাবত জিকির করা হলে আল্লাহর সকল মনের বাসনা আশা-আকাঙ্ক্ষা পূরণ করে থাকেন। কিন্তু শর্ত হলো আবোল দ্বারা ফল লাভ হলে সব সময় ফকির মিসকিন দেরকে দান খয়রাত করতে হবে। অন্যথায় এই আমলের ফজিলত কার্যকারী থাকে না।

(২) প্রতিদিন ১০০ বার এই নামে জিকির করা হলে এবার সুদৃঢ় হয়।

(৩) যে সকল রোগের চিকিৎসা গন আশা ছেড়ে দেয় তা শেষ ওষুধ আল্লাহ নামে জিকির করা।

(৪) জুমার দিন ও জুমার নামাজের আগে নিরিবিলি জায়গায় বসে দু'শতবার এই নামে জিকির করা হলে মনের কামনা পূর্ণ হয়ে থাকে।

(৫) মহানবী এরশাদ বলেছেন, আল্লাহর নামে জিকির করা সর্বোত্তম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহী সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে আল্লাহর নাম নিয়ে জিকির করে তার অন্তরের এবং মৃত্যু হলে তার কবরে নূর থাকবে। সুবহানাল্লাহ

(৬) পবিত্র পেয়ালায় এই নামটির ৬৬ বার লিখে পানি দ্বারা ধৌত করে পিরিত ব্যক্তিকে পান করালে পিরিত আরোগ্যপ্রাপ্ত হয়।

২. الرحمن - আর রাহমান - পরম দয়ালু

ফজিলতঃ প্রত্যেক নামাজের পর পবিত্র এই সূরাটি একশতবার পাঠ করলে অন্তরের কঠিনত্ব ও মনের গ্লানি এবং অলসতা দূর হয়ে যাবে।

৩. الرحيم - আর-রহী'ম - অতিশয়-মেহেরবান।

ফজিলতঃ এই নামে প্রতিদিন জিকির করলে এবং নামাজের পাঠ করলে যত বড়ই বিপদ হোক সে বিপদ থেকে নিরাপদে থাকতে পারবে। পবিত্র এ নামটি 1000 বার পড়লে মন দয়ালু হয়।

৪. الملك - আল-মালিক - সর্বকর্তৃত্বময়।

ফজিলতঃ সূর্যাস্তের সময় পবিত্র নামটি ৩০৩ পাঠ করলে তার গুনা প্রকাশ্য বা অপ্রকাশ্য মাফ করে।ফজরের নামাজের পর অধিকারের পাঠ করিলে ধনী করে দেবে।

৫. القدوس - আল-কুদ্দুস - নিষ্কলুষ, অতি পবিত্র।

ফজিলতঃ এই নামটি রাতের শেষভাগে পাঠ করলে সমস্ত বিপদ আপক তার থেকে দূরে থাকবে। তার শরীর থেকে সমস্ত রোগ ব্যাধি ধীরে ধীরে দূর হয়ে যাবে।

৬. السلام - আস-সালাম - নিরাপত্তা-দানকারী, শান্তি-দানকারী।

ফজিলতঃ পবিত্র এর নাম কি কোন রুগ্ন ব্যক্তি অধিক পরিমাণে পাঠ করে তাহলে সে সুস্থতা আরোগ্য লাভ করিবে। কেউ যদি এই পবিত্র নামটি করে অন্য ব্যক্তির গায়ে ফুল দেয় তাহলে তার রোগ ব্যাধি দূর হয়ে যাবে।

৭. المؤمن - আল-মু'মিন - নিরাপত্তা ও ঈমান দানকারী।

ফজিলতঃ এ নামটি ৩৩১ বার পাঠ করলে সে ক্ষতি থেকে নিরাপদে থাকবে। 

৮. المهيمن - আল-মুহাইমিন - পরিপূর্ন রক্ষণাবেক্ষণকারী।

ফজিলতঃ যে ব্যাক্তি গোসল করে ১১৫ বার এ নামটি পড়বে, গোপন বিষয়াদি উপর অবগত হবে। সর্বদা পড়লে সব বিপদ থেকে মুক্তি পাবে।

৯. العزيز - আল-আ'জীজ - পরাক্রমশালী, অপরাজেয়।

ফজিলতঃ এর নাম কি চল্লিশ বার করে ৪০ দিন পর্যন্ত পাঠ করলে এই নামের উছিলায় মহানায়ক তারা আমাদের উপর বরকত নাজিল করবে। আল্লাহ তাআলা আমাদের উপর মর্যাদা বৃদ্ধি করে দেবেন।

১০.الجبار - আল-জাব্বার - দুর্নিবার।

ফজিলতঃ যে ব্যক্তি প্রতিদিন ২১৬ রাত সকাল-সন্ধাই এই নামটি পাঠ করে তাহলে কেউ তার ক্ষতি করতে পারবে না।

১১. المتكبر - আল-মুতাকাব্বিইর - নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী।

ফজিলতঃ যে ব্যক্তি আল্লাহর এই নামটি অধিকারে পড়তে থাকবে আল্লাহ তা'আলা সম্মান ও মহত্ত দান করবে এবং কেউ তার বিরোধী করতে পারবে না। 

১২. الخالق - আল-খালিক্ব - সৃষ্টিকর্তা।

ফজিলতঃ কোন ব্যক্তি যদি দুশ্চিন্তায় অথবা বিপদে পড়লে তা হলো পবিত্র না একাধারে সাত দিন পর্যন্ত এর নাম টি আমল করলে সেই ব্যক্তির সমস্ত চিন্তা এবং বিপদ থেকে কাটিয়ে উঠবে।

১৩. البارئ - আল-বারী - সঠিকভাবে সৃষ্টিকারী।

ফজিলত যে ব্যক্তি প্রত্যহ করে সাতবার এই নামে জিকির করবে আল্লাহ তার কবরের আজাব মাফ করে দেবে।

১৪. المصور - আল-মুছউইর - আকৃতি-দানকারী।

ফজিলতঃ স্বামী স্ত্রী সহবাসের পূর্বে আল্লাহ তাআলার এই গুণবাচক নাম সাত বার পাঠ করলে, আল্লাহর রহমতে নেক সন্তান লাভ করিবে। 

১৫. الغفار - আল-গফ্ফার - পরম ক্ষমাশীল। 

পবিত্র আল্লাহর নামটি জুমার নামাজের পর ১০০ বার পাঠ করলে গুনাহ মাফ এবং যাবতীয় অভাব দূর হয়।

১৬. القهار - আল-ক্বাহার - কঠোর।

ফজিলতঃ ক্রমাগত আল্লাহর পবিত্র এই নামটি পাঠ করলে প্রার্থীব ভালোবাসা থেকে মুক্তি পাবেন। এর পরিবর্তে আপনার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা সহজাত হয়ে যাবে।

১৭. الوهاب - আল-ওয়াহ্হাব - সবকিছু দানকারী।

ফজিলতঃ চারত এর নামাজের পর সেজদায় গিয়ে ১০০ বার পড়লে অর্থ ও প্রভাব বৃদ্ধি পায়।

১৮. الرزاق - আর-রজ্জাক্ব - রিযিকদাতা।

ফজিলতঃ ফজরের নামাজের পূর্বে এই নামে আমল করলে রিযিক বৃদ্ধি পায়।

১৯. الفتاح - আল ফাত্তাহ- বিজয়দানকারী।

ফজিলতঃ ফজরের নামাজের পর দুই হাত বুকের উপর রেখে ৭০বার এই নামটি পাঠ করলে তার অন্তর ঈমানের জ্যোতি দ্বারা আলোকিত হবে। 

২০. العليم - আল-আ'লীম - সর্বজ্ঞ।

ফজিলতঃ আল্লাহর পবিত্র এ নাম সর্বদা পাঠ করলে জ্ঞান বৃদ্ধি হয় এবং গুনাহ মাফ হয়। মনের কপাট খুলে যায়।

২১. القابض - আল-ক্ববিদ্ব' - সংকীর্ণকারী।

ফজিলত যে ব্যাক্তি ৪০ দিনে নামটি চার টুকরো রুটির উপরে লিখে খাবে, তার ক্ষুধা, পিপাসা এবং ব্যথা-বেদনা থেকে রক্ষা পাবে।

২২. الباسط - আল-বাসিত - প্রশস্তকারী।

ফজিলত প্রতিদিন নামাজের পর মুনাজাত করে দশবার আল্লাহ তায়ালার এই নামটি পাঠ করিবেন, আল্লাহ তাকে ধনী বানিয়ে দেবেন এবং কখন তার মুখাপেক্ষী হবে না।

২৩. الخافض - আল-খফিদ্বু - অবনতকারী।

ফজিলতঃ আল্লাহ তায়ালার পবিত্র এই নামটি পাঁচশোবার পাঠ করলে মনের প্রত্যাশা পূর্ণ হবে এবং সকল সমস্যা দূর করে দেবেন।

২৪. الرافع - আর-রফীই' - উন্নতকারী।

ফজিলত আল্লাহতালার এই পবিত্র নাম কি ৭০০ বার পাঠ করলে সম্মান বৃদ্ধি পাবে। সর্ব অজ্ঞ সৃষ্টি প্রধান করিবেন।

২৫. المعز - আল-মুই'জ্ব - সম্মান-দানকারী।

ফজিলত প্রত্যেক আল্লাহ তায়ালার এই পবিত্র নামটি প্রত্যেক সোমবার ও শুক্রবার মাগরিবের নামাজের পরে এই নামটি ৪০ বার পাঠ করলে পরিবার বর্গের প্রিয় পাত্র হবে।

২৬. المذل - আল-মুদ্বি'ল্লু - বেইজ্জতকারী।

ফজিলতঃ প্রত্যহ ফজরের নামাজের সেজদায় গিয়ে আল্লাহ তাআলার এই পবিত্র নাম কি ৭৫ বার পড়লে শত্রু থেকে শত্রুতা কেটে যাবে। শত্রু তার কোন ক্ষতি করতে পারবে না। কারো হক যদি কেউ আত্মসাৎ করতে চায় সর্বদা এই নামে আমল করলে কেউ কারো হক নিতে পারবে না।

২৭. السميع - আস্-সামিই' - সর্বশ্রোতা।

ফজিলতঃ বৃহস্পতিবার ও শুক্রবার পবিত্র এর নাম কি ১০০ থেকে ৫০০ পাঠ করে মোনাজাত করলে দোয়া কবুল হয়।

২৮. البصير - আল-বাছীর - সর্ববিষয়-দর্শনকারী।

ফজিলতঃ আল্লাহ তায়ালার এই পবিত্র নামটি ১০০ বার পাঠ করলে দৃষ্টিশক্তি অন্তর থেকে জ্যোতি বারে এবং সাহস বৃদ্ধি পায়

২৯. الحكم - আল-হা'কাম - অটল বিচারক।

ফজিলতঃ আল্লাহ তায়ালার পবিত্র এই নামটি রাতে বারবার পাঠ করলে মানসিক চিন্তা পবিত্রতা আসবে। একাধিক হারে পড়লে কঠিন কাজ সহজ হয়ে যাবে এবং বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যাবে। এই পবিত্র নাম কি নিয়ে একাধারে পড়ে পানিতে ফু দিলে সে পানি ফসলের ছিটিয়ে দিলে ফসল বেশ ভালোভাবে বৃদ্ধি পাবে। পানিতে ফু দিয়ে সে পানি ফসলের ছড়িয়ে দিলে ফসল এক হারে বৃদ্ধি পাবে

৩০. العدل - আল-আ'দল - পরিপূর্ণ-ন্যায়বিচারক।

ফজিলতঃ শুক্রবার রাতে ২০ টুকরা রুটির উপর লিখে খেলে মনের ভাব পবিত্র সৃষ্টি করবে। ন্যায়ের প্রতি আকৃষ্ট হবে।

৩১. اللطيف - আল-লাতীফ - সকল গোপন বিষয়ে অবগত।

ফজিলতঃ যে ব্যক্তি ১৩৩ বার আল্লাহ তা'আলা এর নামটি পাঠ করবে তার খাদ্যে ইনশাআল্লাহ বরকত আসবে। তার সব কাজ সুন্দরভাবে সম্পূর্ণ লাভ করবে।

৩২. الخبير - আল-খ'বীর - সকল ব্যাপারে জ্ঞাত।

ফজিলতঃ আল্লাহ তায়ালার পবিত্র এই নামটি সর্বদা পাঠ করলে খারাপ চিন্তা ভাবনা থেকে দূর হইবে। সাত দিন পর্যন্ত আমল করলে গোপন তথ্য অবগত হওয়া যায়।

৩৩. الحليم - আল-হা'লীম - অত্যন্ত ধৈর্যশীল।

ফজিলতঃ আল্লাহ তায়ালার পবিত্র এর নাম কি কাগজে লিখে কিছুক্ষণ পানিতে ডুবিয়ে সেই পানি ফসলের দিলে ফসল নষ্ট হবে না বরং আল্লাহ তায়ালার নেয়ামতে থাকিবে।

৩৪. العظيم - আল-আ'জীম - সর্বোচ্চ মর্যাদাশীল।

ফজিলতঃ প্রতিদিন আল্লাহ তায়ালা পবিত্র এই নামটি একাধারে পৌনে মান সম্মান শ্রেষ্ঠত্ব লাভ করবে

৩৫. আরবী الغفور - উচ্চারণঃ আল-গফুর - অর্থ= পরম ক্ষমাশীল।

ফজিলতঃ নাম কি একাধারে পড়লে রোগ ব্যাধিদূর হবে এবং আল্লাহ তায়ালার ফজলে ভসর হবে।

৩৬. الشكور - আশ্-শাকুর - গুনগ্রাহী।

ফজিলতঃ আল্লাহতালা পবিত্র এ নামটি একটু লিখবার একাধারে পড়লে শরীরের যেখানে ব্যথা মালিশ করে ফু দিলে সে ব্যথা দূর হবে এবং স্বার্থের পরিবর্তন আসবে ও দৃষ্টি শক্তি অনুব্রত থাকে।

৩৭) العلي - আল-আ'লিইউ - উচ্চ মর্যাদাশীল।

ফজিলতঃ আল্লাহ তায়ালার পবিত্র এর নাম সর্বদা পাক করলে এবং লিখে নিজের সাথে রাখলে দারিদ্রতা দূর হবে এবং শরীরে বল আসবে। নবজাত শিশুর গলায় আল্লাহ তাআলার এ নামটি লিখে ঝুলে দিলে শিশু বলিষ্ঠ হইবে।

৩৮. الكبير - আল-কাবিইর - সুমহান।

ফজিলতঃ আল্লাহ তাআলার এই নামটি সাত দিন পাঠ করলে কোন খাদ্যদ্রব্য এর উপরে ফু দিয়ে সেই খাদ্য স্বামী-স্ত্রী খেলে তাদের মধ্যে ভালোবাসা লাভ হইবে। এবং সংসারে সুখ শান্তি বজায় থাকবে।

৩৯. الحفيظ - আল-হা'ফীজ - সংরক্ষণকারী।

ফজিলতঃ যে ব্যক্তি আল্লাহ তায়ালার এই নামটি একাধারে পাঠ করিবে সে সকল প্রকার থেকে ভয়-ভীতি এবং বিপদের হাত থেকে রক্ষায় থাকবে।

৪০. المقيت - আল-মুক্বীত - সকলের জীবনোপকরণ দানকারী।

পবিত্র এই নামে জিতত আমল করলে রুজি বৃদ্ধি বৃদ্ধি হবে। শিশু যদি অনেকক্ষণ কান্না করে তাহলে পানিতে আল্লাহ তায়ালার এ নামটি সাতবার পড়ে ফু দিয়ে শিশুকে খাওয়ালে কান্না থেমে যাবে।

৪১. الحسيب - আল-হাসীব - হিসাব গ্রহণকারী।

ফজিলতঃ পবিত্র এই নামটি একাধারে পাট করলে কোন পরীক্ষার্থী তার পরীক্ষা নিকটবর্তী হলে সে পবিত্র অবস্থায় বৈঠকে বসে এই নামে আমল করলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই সফল্য দিবেন।

৪২. الجليل - আল-জালীল - পরম মর্যাদার অধিকারী।

ফজিলতঃ যে ব্যক্তি মেসওয়াক ও জাফরান দ্বারা নাম লিখে নিজের কাছে রাখলে আল্লাহ তাআলা নেককার লোকদের মধ্যে সম্মান দান করবেন।

৪৩. الكريم - আল-কারীম - সুমহান দাতা।

ফজিলতঃ যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে আল্লাহতালার এনাম নিয়ে আমল করবে তাকে আলেম সালেহ মানুষদের মধ্যে সম্মানিত করবেন।

৪৪. الرقيب - আর-রক্বীব - তত্ত্বাবধায়ক।

ফজিলতঃ যে ব্যক্তি প্রত্যেক দিন সাতবার করে আল্লাহ তায়ালার এই নামটি পড়ে পরিবার-পরিজনদের গায়ে ফু দেবে তাদের বিপদ হতে মুক্ত থাকবে এবং আপনার সম্পদ রক্ষা করবে। ইনশাআল্লাহ

৪৫. المجيب - আল-মুজীব - জবাব দানকারী, কবুলকারী।

ফজিলতঃ আল্লাহ তায়ালার পবিত্র নামটি একাধারে পাঠ করলে আল্লাহ তায়ালা তার দোয়া কবুল করেন এবং নিজের সাথে এই নামটি রাখলে তাকে বিপদ থেকে রক্ষা করেন।

৪৬. الواسع - আল-ওয়াসি' - সর্ব ব্যাপী, সর্বত্র বিরাজমান।

ফজিলতঃ পবিত্র এই নামটি প্রত্যাহার পাঠ করলে চিন্তা দূর হবে ও রোজগার বৃদ্ধি পাবে। সর্বদা এই নামটি পাঠ করলে ধৈর্য শক্তি দান করবে।

৪৭. الحكيم - আল-হাকীম - পরম প্রজ্ঞাময়।

ফজিলতঃ নিয়মিত আল্লাহতালার এই নাম পাঠ করিলে জ্ঞান বৃদ্ধি পায় এবং মেধা শক্তি বৃদ্ধি পায়। যে ব্যক্তি মধ্যরাতে এ নামটি নিয়ে জিকির করবে আল্লাহ তা'আলা তার জ্ঞানের দ্বার খুলে দেবে।

৪৮. الودود - আল-ওয়াদুদ - সদয়।

ফজিলতঃ আল্লাহ তাআলার নামটি 1000 বার পাঠ করলে কোন খাদ্যদ্রব্যের উপরে ফু দিয়ে স্বামী-স্ত্রী একসাথে খেলে উভয়ের মধ্যে ভালোবাসা বৃদ্ধি হবে এবং তারা অপরের প্রতি বাধ্য থাকিবে।

৪৯. المجيد - আল-মাজীদ - সকল মর্যাদার অধিকারী।

ফজিলতঃ ফজরের নামাজের পর একশতবার পবিত্র এই নামটি পড়ে নিজ়ের সুরে ফু দিলে আত্মীয়-স্বজনের কাছে প্রিয় হইবে। 

৫০. الباعث - আল-বাই'ছ' - পুনুরুজ্জীবিতকারী।

ফজিলতঃ আল্লাহ তাআলার পবিত্র নাম কি ঘুমানোর সময় বুকের উপর দুই হাত রেখে পড়লে জ্ঞান ও মনোযোগ বৃদ্ধি পাবে এবং আল্লাহর প্রতি অন্তরে যদি আবির্ভূক্ত হবে।

৫১. الشهيد - আশ্-শাহীদ - সর্বজ্ঞ স্বাক্ষী। 

ফজিলতঃ পবিত্র এর নাম কি পাঠ করলে অন্তরে অশান্তি অথবা খারাপ বাসনা থাকলে দূর হয়ে যাবে। সন্তান ও স্ত্রী যদি অবাধ্য থাকে তাহলে পবিত্র এই নামটি ফজরের নামাজের পর ২১ বার কপালে হাত রেখে পাঠ করে ফু দিলে অবাধ্য থেকে বাধ্য থাকিবে।

৫২. الحق - আল-হা'ক্ব - পরম সত্য।

ফজিলতঃ যদি পরিবারের কোন সদস্য হারিয়ে যায় অথবা ভোরের কোন জিনিস হারিয়ে যায় তাহলে আল্লাহ তায়ালার এই নামটি কাগজে লিখে হাতে তালুতে রেখে আকাশের দিকে মাথা উঁচু করে দোয়া করবে ইনশাল্লাহ হারানো সবকিছু ফিরে পাবেন। পরবর্তী ক্ষতি থেকে নিরাপদে থাকিবেন।

৫৩. الوكيل - আল-ওয়াকিল - পরম নির্ভরযোগ্য কর্ম সম্পাদনকারী।

ফজিলতঃ যে ব্যক্তি বিপদের সময় ভয়ে কাতর হয়ে যায় পবিত্র এই দোয়াটি একাধিকবার পাঠ করলে ইনশাল্লাহ ভয় কেটে যাবে

৫৪. القوي - আল-ক্বউইউ - পরম শক্তির অধিকারী।

ফজিলতঃ পবিত্র নামটি জুম্মার নামাজের পরে এই নামে আমল করলে জুলুম অত্যাচার থেকে বাঁচা যায়।

৫৫. المتين - আল-মাতীন - সুদৃঢ়।

ফজিলতঃ পবিত্র এর নাম কাগজে লিখে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে যে মহিলার দিকে দুধ আসে না সে মহিলার পানি খেলে দুধ বৃদ্ধি পাবে। আর বাচ্চা যদি দুধ মুখে না নিতে চাই তাহলে সেই পানি দ্বারা দুধ ধৌত করলে বাচ্চা দুধ মুখে নিবে।

৫৬. الولي - আল-ওয়ালিইউ - অভিভাবক ও সাহায্যকারী।

ফজিলতঃ যে ব্যক্তি একাধিক হারে পবিত্র এর নাম আমল করবে সে জীবনের গোপন তথ্য সম্পর্কে জানতে পারবে।

৫৭. الحميد - আল-হা'মীদ - সকল প্রশংসার অধিকারী। 

 ফজিলতঃ যে ব্যক্তি ৪৫ দিনে নিয়মিত ৯৩ বার পাঠ করলে তার মন্দ কাজ স্বভাবগুলো ভালো হয়ে যাবে।

৫৮. المحصي - আল-মুহছী - সকল সৃষ্টির ব্যপারে অবগত।

ফজিলতঃ যে ব্যক্তি রুটির ২০ টুকরোর উপর প্রতিদিন 20বারে নামটি পড়ে ফু দিবে এবং খাবে তাহলে ইনশাল্লাহ সৃষ্টিজগতর তার অনুগত হয়ে যাবে।

৫৯. المبدئ - আল-মুব্দি' - প্রথমবার সৃষ্টিকর্তা

ফজিলতঃ যে ব্যক্তি সেহেরির সময় গর্ভবতী নারীর পেটের ওপর হাত রেখে 99 বার এই নামটি পাঠ করবে ইনশাল্লাহ না তার গর্ভপাত হবে না সময়ের আগে বাচ্চা ভূমিষ্ঠ হবে।

৬০. المعيد - আল-মুঈ'দ - পুনরায় সৃষ্টিকর্তা।

ফজিলতঃ কোন ব্যক্তি হারিয়ে গেলে যখন গৃহের সকল ব্যক্তি ঘুমিয়ে পড়বে তখন হারানো ব্যক্তিকে ফেরত আনার জন্য গৃহের চার কোণে ৭০ বার নামটি পড়বে ইনশাআল্লাহ হারানো ব্যক্তি সাত দিনের মধ্যে ফেরত আসবে অথবা তার কোন খবর পাওয়া যাবে।

৬১. المحيي - আল-মুহ'য়ী - জীবন দানকারী।

ফজিলতঃ পবিত্র এই দোয়াটি অধিকারে পাঠ করলে রোগীর শরীরে ফু দিলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে।

৬২. المميت - আল-মুমীত - মৃত্যু দানকারী।

ফজিলতঃ যে ব্যক্তি শরীর ভারী হয়ে যায় ঘুমানোর সময় বুকে হাত রেখে একাধিক বার এই দোয়াটি পাঠ করে ঘুমালে তার শরীরে ভারী ভাব দূর হয়ে যাবে এবং ভয় কেটে যাবে।

৬৩. الحي - আল-হাইয়্যু - চিরঞ্জীব।

ফজিলতঃ যে ব্যক্তি প্রত্যহ তিন হাজার বার পবিত্র এই নাম পাঠ করতে থাকবে,সে ইনশাআল্লাহ কখনও রোগগ্রস্থ হবে না। যে ব্যক্তি এ নাম চীনা বরতনের উপর মেশক ও গোলাপ পানি দিয়ে লিখে মিঠা পানিতে ধুয়ে পান করবে,কিংবা অন্য কোন রুগ্ন ব্যক্তিকে পান করাবে,ইনশাআল্লাহ পূর্ণ আরোগ্য লাভ করবে।

৬৪. القيوم - আল-ক্বাইয়্যুম - সমস্তকিছুর ধারক ও সংরক্ষণকারী।

ফজিলতঃ যে ব্যক্তি একাধিক হারে পাঠ করতে থাকবে,মানুষের মধ্যে তার ইজ্জত সম্মান বেড়ে যাবে। যদি কেউ নির্জনে একা একা এ নাম পাঠ করে,তা হলে সে সচ্ছল হয়ে উঠবে। যে ব্যক্তি ফজর বা সূর্যদয় পর্যন্ত পাঠ করতে থাকবে,ইনশাআল্লাহ্ তার অবসাদ অলসতা দূর হয়ে যাবে।

৬৫. الواجد - আল-ওয়াজিদ - অফুরন্ত ভান্ডারের অধিকারী।

যে ব্যক্তি আহারের সময় ‘ইয়া ওয়াজিদু’ নাম পাঠ করবে,ইনশাআল্লাহ্ তার খাদ্য কলবের শক্তি সামর্থ্য ও নূর বাড়িয়ে দিবে।

৬৬. الماجد - আল-মাজিদ - শ্রেষ্ঠত্বের অধিকারী।

ফজিলতঃ যে ব্যক্তি একান্ত পবিত্র নাম পাঠ করতে করতে আত্মহত্যা হয়ে পড়বে,ইনশাআল্লাহ তার কলবে আল্লাহর নূর প্রকাশিত হতে থাকবে।যে ব্যক্তি একান্ত পবিত্র নাম পাঠ করতে করতে আত্মহত্যা হয়ে পড়বে,ইনশাআল্লাহ তার কলবে আল্লাহর নূর প্রকাশিত হতে থাকবে।

৬৭. الواحد - আল-ওয়াহি'দ - এক ও অদ্বিতীয়।

ফজিলতঃ যে ব্যক্তি রোজ এক হাজার বার পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ্ তার অন্তর থেকে মাখলুকের ভয় কিংবা ভালোবাসা দূর হয়ে যাবে। যে ব্যক্তির সন্তান হয় না সে যদি এ নাম লেখে নিজের সংগে রাখে, তা হলে তার নেককার সন্তান নসীব হবে।

৬৮. الصمد - আছ্-ছমাদ - অমুখাপেক্ষী।

ফজিলতঃ যে ব্যক্তি সেহরীর সময়ে সেজদায় গিয়ে একশ পনের বা একশ পঁচিশ বার এ নাম পাঠ করবে, সে ইনশাআল্লাহ,জাহেরী বাতেনী সত্যতা লাভ করবে। যে ব্যক্তি অযু অবস্থায় এ নাম পড়তে থাকবে,সে কখনও মাখলুকের মুখাপেক্ষা হবে না।

৬৯. القادر - আল-ক্বদির - সর্বশক্তিমান।

ফজিলতঃ যে ব্যাক্তি ওযু করার সময় পবিত্র এর নামটি পড়তে থাকবে শয়তান তার দিকে আবদ্ধ থাকিবে না এবং কোন শত্রু বিজয় হতে পারবেনা।

৭০. المقتدر - আল-মুক্ব্তাদির - নিরঙ্কুশ সিদ্বান্তের অধিকারী।

ফজিলতঃ একাধারে আল্লাহতালার পবিত্র এর নামটি পাঠ করলে তার উদাসীনতা কেটে যাবে এবং ঘুম থেকে উঠার পর পাঠ করলে সব কাজ সহজ হয়ে যাবে।

৭১. المقدم - আল-মুক্বদ্দিম - অগ্রসারক। 

ফজিলতঃ যে ব্যক্তি যুদ্ধের সময় অনেক পরিমাণে পাঠ করতে থাকবে, আল্লাহ পাক তাকে অগ্রে থাকার তওফীক দান করবেন এবং শত্র“দের থেকে হেফাজতে রাখবেন। আর যে ব্যক্তি সদা সর্বদা এ নাম পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ সে আল্লাহ্র অনুগত ও ফরমাবরদার হয়ে যাবে।

৭২. المؤخر - আল-মুয়াক্খির - অবকাশ দানকারী।

ফজিলতঃ যে ব্যক্তি অধিক পরিমাণে পবিত্র নামে পাঠ করতে থাকবে, ইনশাআল্লাহ্ তার সত্যিকার তওবা নসীব হবে। যে ব্যক্তি প্রত্যহ নিয়মিতভাবে ১০০ বার এ নাম পড়বে, সে আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে, যে সে তা ছাড়া স্থির থাকতে পারবে না।

৭৩. الأول - আল-আউয়াল - অনাদি।

ফজিলতঃ যে ব্যক্তির কোন ছেলে হয় না, সে চল্লিশ দিন পর্যন্ত প্রত্যহ চল্লিশ বার পাঠ করবে, ইনশাআল্লাহ তার মনের ভাব পূর্ণ হবে। যে ব্যক্তি মুসাফির, সে জুমার দিনে এক হাজার বার এ নাম পাঠ করলে অতি শীঘ্রই নির্বিঘে ও নিরাপদে বাড়ি ফিরতে সক্ষম হবে।

৭৪. الأخر - আল-আখির - অনন্ত, সর্বশেষ।

ফজিলতঃ আল্লাহ তায়ালার এই পবিত্র নাম পাঠ করলে আল্লাহ তাআলা তার পরীক্ষার মাধ্যমে তাকে পুরস্কৃত করে থাকে। তাই আল্লাহ তাআলার এই নামটি বেশি বেশি করে পাঠ করুন।

৭৫. الظاهر - আজ-জ'হির - সম্পূর্নরূপে প্রকাশিত।

ফজিলতঃ এই পবিত্র নাম সর্বদা পাঠ করলে চোখের জ্যোতি বৃদ্ধি পাবে। এশার নামাযের পরে ৫০০ বার পড়লে মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়।

৭৬. الباطن - আল-বাত্বিন - দৃষ্টি হতে অদৃশ্য।

ফজিলতঃ এই পবিত্র নাম সূর্যোদয়ের পর ১০৩০ বার পাঠ করলে গপোন রহস্য জানা যায়। স্বর্ণ-রৌপ্যের অলঙ্কার অথবা নগদ টাকা কারও কাছে আমানত রাখার পূর্বে উক্ত মালের সঙ্গে এই পবিত্র নামের একটি তাবিজ লেখে দিলে ইনশাআল্লাহ সেই মালের কোন ক্ষতি হবে না ।

৭৭. الوالي - আল-ওয়ালি - সমস্ত কিছুর অভিভাবক।

ফজিলতঃ এই পবিত্র এই নাম জপ করতে থাকলে ঝড় ও বজ্রের ক্ষতি হতে ইনশাআল্লাহ রক্ষা পাবে এবং নিরাপদে থাকবে।

৭৮. المتعالي - আল-মুতাআ'লি - সৃষ্টির গুনাবলীর উর্দ্ধে

ফজিলতঃ এই পবিত্র নাম সর্বদা পাঠ করলে মান-মর্যাদা বৃদ্ধি পাবে । মহিলাদের ঋতুর কষ্ট হলে এই নাম পড়তে থাকলে তা দূর হবে।

৭৯. البر - আল-বার্ - রম উপকারী, অণুগ্রহশীল।

ফজিলতঃ নিয়মিত প্রত্যহ ৭ বার পবিত্র নাম পাঠ করে সন্তানের উপর ফুঁক দিলে আল্লাহর ফজলে নিরাপদে ও সুখে-শান্তিতে থাকবে।

৮০. التواب - আত্-তাওয়াব - তাওবার তাওফিক দানকারী এবং কবুলকারী।

ফজিলতঃ এই পবিত্র নাম প্রত্যহ ১০ বার পাঠ করলে অত্যাচারীর অত্যচার হতে রক্ষা পাবে, সর্বদা পাঠ করলে ঈমান দৃঢ় হবে।

৮১. المنتقم - আল-মুনতাক্বিম - প্রতিশোধ গ্রহণকারী।

ফজিলতঃ যে ব্যক্তি ন্যায়ের মধ্যে থাকে এবং শত্রু থেকে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা না থাকলে সে তিন জুম্মা পর্যন্ত অধিকার মুত্তাকিমু পড়বে আল্লাহ তায়ালার স্বয়ং তার থেকে প্রতিশোধ নিয়ে নিবেন।

৮২. العفو আল-আ'ফঊ - পরম উদার।

ফজিলতঃ আল্লাহ তায়ালার এই নামের মধ্যে রয়েছে পরম উদারতা। যে ব্যাক্তি এই আল্লাহতালার নামটি নিয়ে জিকির আজগার করেছে আল্লাহ তাআলা তার মনে পরম উদারতার জায়গা করে দিয়েছেন।

৮৩. الرؤوف - আর-রউফ - পরম স্নেহশীল।

ফজিলতঃ যার প্রচুর গুনাহ আছে সে মানুষটি প্রতিনিয়ত এই নামটি পড়লে আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবেন।

৮৪. مالك الملك - মালিকুল-মুলক - সমগ্র জগতের বাদশাহ্।

ফজিলতঃ মোনাজাতের সময় এই পবিত্র নাম সর্বদা পাঠ করলে দুঃখ-দারিদ্র দূর হয়। প্রত্যেক নামাযের পর ৪১ বার পাঠ করলে ধন-সম্পত্তি বৃদ্ধি হয় ।

৮৫. ذو الجلال والإكرام - ইয়া যাল-জালালি-ওয়াল-ইকরাম - মহিমান্বিত ও দয়াবান সত্তা।

ফজিলতঃ এই পবিত্র নাম পাঠ করলে মান-মর্যাদা বৃদ্ধি পায় । অনেক বুযুর্গের মতে এটি ইসমে আযম (শ্রেষ্ঠ নাম)। এই নাম যিকির করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন ।

৮৬. المقسط - আল-মুক্ব্সিত - হকদারের হক আদায়কারী।

ফজিলতঃ এই পবিত্র নাম সর্বদা পাঠ করলে শয়তানের কুমন্ত্রণা হতে বেঁচে থাকা যায় এবং এবাদতে মন আকৃষ্ট হয়। একাধারে তিন শুক্রবার ১০০ বার করে পড়লে।

৮৭. الجامع - আল-জামিই' - একত্রকারী, সমবেতকারী।

ফজিলতঃ এই পবিত্র নাম সর্বদা পাঠ করলে বন্ধু-বান্ধন ও আত্মীয়-স্বজনের সহিত সদ্ভাব বহাল থাকে। স্ত্রী-পুত্র হতে বিচ্ছিন্ন থাকলে রবিবার বিকালে গোসল করে আকাশের দিকে তাকিয়ে এই নাম একবার পড়বে এবং একটি আঙ্গুল বন্ধ করবে। এরূপে হাতের ১০টি আঙ্গুল বন্ধ করবে এবং সেই হাত নিজের মুখমণ্ডলে মুছবে। আল্লাহর রহমতে অতি শীঘ্র তাদের মধ্যে মিলমিশ ও স্নেহ-আদর বৃদ্ধি পাবে।

৮৮. الغني - আল-গণিই' - অমুখাপেক্ষী ধনী

ফজিলতঃ আল্লাহ তাআলার এনাম নিয়ে সারাদিন রাত যত আমল করেছে আল্লাহ তাআলা তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেছেন। তবে তার জন্য তাকে অধিক ধৈর্য ধরে তাকে এই আমলটি করে যেতে হবে।

৮৯. المغني - আল-মুগণিই' - পরম অভাবমোচনকারী।

ফজিলতঃ এই পবিত্র নাম এক হাজার বার পাঠ করলে দারিদ্র্য দূর হয়। যে ব্যক্তি এত্যেক রাত্রে আগে পরে ১১ বার করে দরূদ শরীফসহ এই নাম ১৩৬ বার পাট করবে, আল্লাহ তায়ালা তার অবস্থা স্বচ্ছল করে দিবেন। সে কখনও অভাবে পড়বে না, তার ঋণ শোধ হবে । মহা দুর্গতিতে পড়ে এই পবিত্র নাম শুক্রবারে আরম্ভ করে একাধারে আট দিনে আট হাজার বার পড়লে শীঘই সুখী হবে ।

৯০. المانع - আল-মানিই' - অকল্যানরোধক।

ফজিলতঃ অধিক পরিমাণে এই পবিত্র নাম পাঠ করলে কাজের বাধা দূর হবে। স্ত্রী-পুত্র উচ্ছংখল হলে বার বার পাঠ করলে আনুগত্য স্বীকার করবে। স্বামীর ক্ষেত্রে স্ত্রী অধিক মনোযোফ হবে।
৯১. الضار - আয্-যর - ক্ষতিসাধনকারী।

ফজিলতঃ প্রত্যেক শুক্রবার রাতে এ নাম ১০০ বার পড়লে সর্বপ্রকার বিপদ হতে রক্ষা পাওয়া যায়।

৯২. النافع - আন্-নাফিই' - কল্যাণকারী।

ফজিলতঃ মনের বাসনা লাভ করার ইচ্ছা থাকলে এ নাম মনে মনে পড়লে সিদ্ধিলাভ হয়। ব্যবসার উদ্দেশ্যে মাল কিনার সময় ৪১ বার এই নাম পড়লে ব্যবসা লাভবান হবে।

৯৩. النور - আন্-নূর - পরম আলো।

৯৪. الهادي - আল-হাদী - পথ প্রদর্শক। 

ফজিলতঃ এই পবিত্র নাম পাঠকারী ভুল-ভ্রান্তি হতে মুক্ত থাকে। জ্ঞান, বুদ্ধি, বিচার ও দূরদর্শিতা বৃদ্ধি পায়। ডাক্তার, হাকিম, উকিল, মুন্সেফ ও ব্যবসায়ীদের জন্য এই নাম পাঠ করা বিশেষ প্রয়োজন।

৯৫. البديع - আল-বাদীই' - অতুলনীয়।

ফজিলতঃ এই পবিত্র নাম একাধারে পাঠ করলে সকল দুঃখ-কষ্ট দূর হয় এবং উদ্দেশ্য সফল হয়।

৯৭. الوارث - আল-ওয়ারিস' - উত্তরাধিকারী।

ফজিলতঃ পবিত্র আল্লাহ তা'আলার নাম মাগরিব ও এশার নামাযের মাঝখানে ১০০০ বার পাঠ করলে ভয় কষ্ট দূর হয়।

৯৮. الرشيد - আর-রাশীদ - সঠিক পথ প্রদর্শক।

ফজিলতঃ এই পবিত্র নাম প্রত্যেক এশার নামাযের পরে ১০০ বার পাঠ করলে যাবতীয় আমল কবুল এবং সৎপথে মন আকৃষ্ট হবে।

৯৯. الصبور আস-সবুর - অত্যধিক ধৈর্যধারণকারী।

ফজিলতঃ পবিত্র এই নাম সূর্যোদয়ের পূর্বে একশতবার পাঠ করবে আল্লাহ তায়ালা সেদিন সে ব্যাক্তি সকল বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে এবং তার বরকত ধীরে ধীরে লাভ হইবে।

আল্লাহ তায়ালার ৯৯ নাম মুখস্ত করার সহজ উপায়

আল্লাহর ৯৯ নামের ফজিলত ও আমল সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলার ৯৯ নাম মুখস্ত করার সহজ উপায় হচ্ছে আপনি প্রতিদিন এই নামগুলো নিয়মিত পড়তে থাকবেন। নিয়মিত এর নাম গুলো করতে থাকলে একটু চর্চা হয়ে যাবে এবং ধীরে ধীরে আপনার মুখস্ত হয়ে যাবে। ফজিলত রয়েছে তা আমাদের অজানা।
আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পর এই নাম গুলো পাঠ করতে পারেন। আমরা যদি নিয়মিত এই নামগুলো চর্চা করি তাহলে আমাদের মনে এই নামগুলো গেটে যাবে এবং মুখস্ত হয়ে যাবে ও আমরা আল্লাহর ওয়াস্তে থাকবো। আল্লাহ তায়ালা ৯৯ নাম মুখস্ত করার জন্য আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করুন।

আল্লাহর ৯৯ নামের ফজিলত ও আমলঃ আমাদের মন্তব্য

প্রিয় পাঠক এতক্ষণ আমরা আল্লাহর ৯৯ নামের ফজিলত ও আমল সম্পর্কে ব্যাখ্যা করলাম আশা করি আপনাদের দৈনন্দিন জীবনে উপকারে আসবে। আমাদের সকলের জীবনটাই আলাদা। আমরা ইচ্ছায় হোক বা অনিচ্ছাই হোক এক একজন এক এক ইচ্ছায় জীবনযাপন করতেছি।

যে পেশায় আপনার হোক না কেন সারাদিনের কাজ যেভাবে করিতেছেন সে কাজগুলো আল্লাহ ও আল্লাহর রাসূলের হুকুম মতো করলে আমরা পূর্ণ মুসলমান হইতে পারিব। এই ব্যাপারে আপনাদের কোন মতামত থাকলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা আপনাদের মতামত বিবেচনা করে জানাবো। 

এরকম আরো তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। এরকম তথ্য আমাদের ওয়েবসাইটে প্রতিনিয়ত ছাড়া হয়। এতক্ষন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রেদওয়ান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url