পড়াশোনায় মনোযোগ বাড়ানোর উপায় - পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির উপায়
আজকে আর্টিকেলে থাকছে পড়াশোনায় মনোযোগ বাড়ানোর উপায় এবং পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির উপায়। অনেক তরুণ তরুণীরা আছে এবং বাচ্চারা আছে পড়াশোনায় মন বসাতে পারেনা। কিছু বাজে অভ্যাস থেকে তাদের দূরে থাকতে হবে তাহলে তাদের পড়াশোনায় মনোযোগ বাড়ানোর উপায় কাজে লাগবে।
পোস্ট সূচিপত্রঃঅনেক স্টুডেন্টরা এই প্রশ্নটা বেশি করে থাকে পড়াশোনায় মনোযোগ বাড়ানোর উপায় অথবা পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির উপায়। পড়াশোনায় মনোযোগ হওয়ার জন্য নিরিবিলির জায়গাটা বেশ।নিরিবিলি জায়গায় আপনি ভালো করে পড়তে পারবেন এবং পড়া মুখস্ত রাখতে পারবেন।
পড়াশোনায় ভালো করার উপায়
আজকের আর্টকেলে থাকতে পড়াশোনায় মনোযোগ বাড়ানোর উপায়। প্রতিটি ভালো ছাত্র-ছাত্রীর ক্ষেত্রে একটি আলাদা বৈশিষ্ট্য থাকে খারাপ ছাত্রছাত্রী থেকে আলাদা সেটা হল নিয়মিত ও অনিয়মিত।পড়াশোনা কে তুমি যত ভালবাসবে তোমার মন ও পড়াশোনায় বসবে। প্রতিদিন পড়ার জন্য একটি রুটিন তৈরি কর তাহলে তুমি বুঝবে কোন দিনে কোন সাবজেক্টে পরলে তোমার ভালো হয়।
অযথা কারো পেছনে সময় নষ্ট না করে পড়াশোনার পেছনে সময় নষ্ট করো এতে করে উজ্জ্বল ভবিষ্যৎ হবে। যেসব বিষয়ে তুমি পরবে তুমি আলাদা খাতায় একটি নোট তৈরি করে রাখ। প্রত্যেকটা বিষয়ে আলাদা নোট থাকবে। এতে করে তোমার সুবিধা হবে মুখস্থ করা এবং পরে রিভিশন করা। পরীক্ষার সময় সমস্ত নোট বের করে তুমি রিভিশন করতে পারবে।
হোম টিচার রাখলে আরো সুবিধা হয় সে বুঝবে তোমার কোন সাবজেক্ট গুলোতে তোমার দুর্বলতা। সে বুঝতে পারবে তোমার কোন সাবজেক্ট গুলোই দুর্বলতা রয়েছে তাহলে তোমাকে সঠিক গাইডলাইন দিতে পারবে। স্কুলে নিয়মিত ক্লাস করতে হবে তাহলে পড়াশোনার জন্য স্যারদের সাথে কথা বলতে হবে তুমি কোন বিষয়টি বুঝতে পারছ না তারা সঠিকভাবে বুঝিয়ে দেবে।
তুমি স্যারদের কাছে ভালোভাবে পড়া দিলে তাহলে তুমি স্যারদের প্রিয় স্টুডেন্ট হতে পারবে। আর অবশ্যই নিরিবিলি জায়গাতে পড়তে হবে তাহলে পড়া মুখস্ত হবে। গ্যাঞ্জামে পড়া মুখস্ত হয় না। প্রতিটি অধ্যায় নোট করতে শিখো এতে করে তোমার পরীক্ষায় ভালো ফলাফল আনতে সাহায্য করবে।
পড়ায় মন বসানোর দোয়া
প্রিয় পাঠক আমরা পড়াশোনায় মনোযোগ বাড়ানোর উপায় পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির উপায় এই সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। এখন জানবো কি দোয়া পড়লে পড়ায় মন বসবে তোমরা যা কিছুই পড়ো তা স্মরণ থাকবে অল্প তোমরা পরোটা মাথার মধ্যে ধরে রাখতে পারবে। ছাত্র-ছাত্রীদের জন্য এটি গুরুত্বপূর্ণ দোয়া। বিশেষ করে যারা পরীক্ষা দেবে এবং পরীক্ষার সময় অনেক পড়া পড়েন কিন্তু মনে থাকে না পরীক্ষার হলে গিয়ে ভুলে যান।
আরো পড়ুনঃ ক্যালসিয়ামের ঘাটতি কিভাবে দূর হবে
পড়া যেন মনে থাকে অল্প পড়লেও সে পড়াটি যেন মনে থাকে। এমন একটি দোয়া সম্পর্কে আলোচনা করব। এ দোয়াটি পরতে পারলে তোমাদের পড়াশোনা স্মরণ থাকবে বা মনে থাকবে। অবশ্যই দোয়া করে আল্লাহ পাকের কাছে চেয়ে নিতে হবে। যখন তোমরা করতে বসবে পড়ার আগ মুহূর্তে তিনবার দুরুদ শরীফ পাঠ করবে। যে কোন দুরুদ শরীফ পাঠ করতে পারো।
ছোট দরুদ শরীফটি পড়তে পারো- সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এটি তিন বার পড়তে হবে তারপর দোয়া পড়তে হবে। নিচে দোয়াটি দেওয়া হল কোরআনে এই দোয়াটি উল্লেখ করা রয়েছে।
দোয়া- রব্বি যিদনি ইলমা। এই দোয়াটি তিনবার পড়তে হবে। এরপরে আবার তিনবার দুরুদ শরীফ পড়তে হবে। এরপরে বুকের মধ্যে ফু দিয়ে দিতে হবে। এরপরে প্রতিদিন পড়ার টেবিল চেয়ার এই দোয়াটি পাঠ করলে ইনশাল্লাহ পড়াই মন বসবে এবং পড়া মনে থাকবে।
শিশুদের পড়াশোনায় মন বসানোর উপায়
শিশুদের পড়াশোনায় মনোযোগ বাড়ানোর উপায় সম্পর্কে আজকে আমরা এই আর্টিকেলে জানব।অনেক অভিভাবক আছেন শিশুদের পড়াশোনার ওপর অনেক চাপ প্রয়োগ করেন ভালো রেজাল্টের জন্য। কিন্তু এটা করা একদমই ঠিক নয় এটা ব্রেনে আঘাত লাগে। মানসিক চাপ দেওয়া কোন শিশুর জন্যই ভালো নয়। আজকে আমরা শিশুদের কিভাবে পড়াশোনায় মনোযোগ বাড়ানোর উপায় সম্পর্কে জানাবো।
- অনেক শিশুই নাচ গান অভিনয় এবং বিভিন্ন তালে তালে আনন্দের উৎসাহে খুব ভালো শিখতে পারবে। আপনার শিশু কোনটি পছন্দ করে সেটা জেনে কাজে লাগান।
- আপনার শিশু কোন কোন বিষয়ে পড়তে পছন্দ করে সেটি তার কাছ থেকে জানুন। সে বিষয়ে যদি আপনার নিজের ধারণা থাকে তাহলে তাকে গল্পের মাধ্যমে বলুন। এভাবে পারস্পারিক তথ্য বিনিময়ে আপনার সন্তান সহজেই শিক্ষা লাভ করতে পারবে
- সন্তানের সাথে নিজেও পড়াশোনা করুন এতে করে সন্তান উৎসাহিত হবে।
- আপনার শিশুর জন্য সব রকমের বই রাখবেন যেমন ফুল ফলের ও পশু পাখি মাছ, মাছ স্বরবর্ণ অলফাবেট এসব ধরনের বই রাখুন এতে করে সে তার ইচ্ছেমতো বই পড়তে পারবে। একই বই পড়লে শিশু একঘেয়ে হয়ে যাবে। তখন আর করতে চাইবে না।
- শিশুর পড়াশোনার টেবিল এমন স্থানে রাখুন যাতে করে সে কোন ধরনের টিভির সাউন্ড ও মানুষের গ্যাঞ্জাম থেকে দূরে রাখুন। তাহলে শিশুর মনোযোগ নষ্ট হবে না।
- উৎসাহ ও প্রশংসা পেলে শিশুর পড়াশোনায় মনোযোগ আরো বেড়ে যায়। তাই শিশুকে অল্পতেই প্রশংসা করুন এতে করে তার মনোযোগ বৃদ্ধি পাবে।
- বাসার দেয়ালে পড়ার বিষয় টাঙ্গানো ভালো এতে করে শিশু চিনতে পারবে এবং সহজে বলতেও শিখবে।
- শিশুর অগ্রগতি খেয়াল করুন। কোন কারনে অমনোযোগিতায় বা পিছিয়ে গেলে পরবর্তীতে তা পূরণ করা কঠিন হয়ে পড়বে। সেজন্য শিশুর সবকিছু খেয়াল করুন।
রেদওয়ান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url