বাংলাতে গল্প কবিতা লিখে আয় করার ৫টি সাইট, পমেন্ট বিকাশে

এর আলোচনার বিষয় বাংলাতে গল্প কবিতা লিখে আয় করার পাঁচটি সাইট ও পেমেন্ট বিকাশে পাবেন।আপনারা অনেকেই গল্প অথবা কবিতা লিখতে পছন্দ করেন কিন্তু এটাকে কাজে লাগিয়ে আপনারা ঘরে বসেই আয় করতে পারবেন।

পোস্ট সূচিপত্রঃঅনেকে জানেন না যে বাংলাতে গল্প কবিতা লিখে আয় করার পাঁচটি সাইট সম্পর্কে।আপনারা বাংলাতে লিখল পেমেন্ট পাবেন বিকাশে। তাই আর দেরি না করে জয়েন করে ফেলুন এই ওয়েবসাইট গুলোতে।

গ্রাথোর ডট কম

জনপ্রিয় ওয়েবসাইট বাংলাতে লেখালেখি করার জন্য গ্রাথোর ডট কম। বিশেষ করে নতুনদের জন্য সেরা প্ল্যাটফর্ম গ্রাথোর ডট কম। আপনারা যারা গল্প কবিতা লেখবেন তারা অবশ্যই গ্রাথোর ডট কম জয়েন করতে পারেন। এখানে কোন ধরা বাধা নেই তবে হ্যাঁ লেখা ইউনিক হতে হবে।

এখানে আপনার যেমন ইচ্ছা তেমনভাবে লিখতে পারবেন কোন ধরা বাধা নেই। তবে আপনার লেখাগুলো অন্য কোন ওয়েবসাইটে পাবলিশ করলে এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে না। গ্রাথোর ডট কম গল্প কবিতা লেখার পাশাপাশি অন্য ক্যাটাগরিতেও লেখা পাবলিশ হয়।

কিছু নিয়ম মানতে হবে-

  1. লেখা কপি থাকা যাবে না
  2. অন্য কোন সাইট বা সোশ্যাল মিডিয়ার পোস্ট করা। লিঙ্ক শেয়ার করা যাবে।
  3. সর্বনিম্ম গল্প হতে হবে ৩৫০ শব্দের

ইনকাম ও পামেন্ট-

  1. সাধারণ মেম্বাররা পোস্টের মান অনুযায়ী ৮ থেকে ১০ টাকা পান। প্রিমিয়াম মেম্বাররা ৮ থেকে ১০ টাকা পায়।
  2. প্রতিটি পোস্টের কমেন্ট, শেয়ার পোস্ট ভিউ এর ওপর ইনকাম যোগ হতে থাকবে।
  3. আর্টিকেল পড়ে, কমেন্ট করে ও পেইড টাস্ক পূরণ করেও ইনকাম করার সুযোগ আছে
  4. সাধারণ মেম্বাররা ১০০০ টাকা এবং প্রিমিয়াম মেম্বাররা ৮০০ টাকা জমা হলে উইথড্র করতে পারবেন
  5. পেমেন্ট পাবেন বিকাশে

জে আইটি

জে আইটিতে আপনি সাকসেস স্টোরি ও বিজ্ঞান বিষয় গল্প লিখে আয় করতে পারবে। এখানে পোষ্টের জন্য সরাসরি কোন টাকা পাওয়া যায় না। আপনার লেখা গল্প গুলো কি পরিমান ভিউ হচ্ছে তার ওপর ইনকাম নির্ভর করে। তাই আপনাকে গল্প লেখার পাশাপাশি মার্কেটিং করতে হবে।

কিছু নিয়ম মানতে হবে-

  1. লেখা কপি থাকা যাবে না
  2. সর্বনিম্ন গল্প হতে হবে ৩৫০ শব্দের

ইনকাম ও পামেন্ট-
  1. প্রতি ১০০০ ভিউয়ের জন্য ৫০০ টাকা। সবগুলো আর্টিকেল মিলেই ভিউ কাউন্ট করা হবে।
  2. মিনিমাম একশো টাকা হলে বিকাশে নিতে পারবেন ।
  3. পেমেন্ট মেথড- বিকাশ, নগদ, রকেট, শিওর ক্যাশ ইত্যাদি

বোর বাংলা

বোর বাংলা অনেক জনপ্রিয় একটি ওয়েবসাইট। আপনি হয়তো জানেন না এখানে গল্প লিখে ইনকাম করার একটি সাইট। বোর বাংলায় সাধারণ কোন গল্প কবিতা লিখে আপনি আয় করতে পারবেন না। 
এখানে গল্প ক্যাটাগরিতে লিখতে হলে ভ্রমণ, উপকথা, জীবনী, মুক্তিযুদ্ধ, বই এবং সিনেমা, বিজ্ঞান, ইতিহাস এসব বিষয়ের ওপর গল্প লিখতে হবে।

পাবলিশ করা সকল লেখার জন্য সম্মানি নির্ধারণ করবে বউর বাংলা সম্পাদনা পর্ষদ। লেখকের নিয়মিত কাজ ও লেখার গুণগত মান পাঠকের ভিউ বিবেচনা করে সম্মানী নির্ধারণ করা হবে। এবং লেখক এর সাথে যোগাযোগ করে এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে। বিস্তারিত দেখুন বোর বাংলা ওয়েবসাইটটিতে।

অসামান্য

অসামান্য একটি নতুন প্লাটফর্ম। এখানে গল্প বলতে কোন লাভ স্টোরি লেখা যাবে না। যে বিষয়ে লেখার সুযোগ পাবেন সেগুলো হল- বিজ্ঞান, ইতিহাস, উদ্যোক্তা, ইসলাম, ধর্ম, ভ্রমণ, আত্মজীবনী ও খেলাধুলা এসব সম্পর্কে লিখতে পারবেন।
কিছু নিয়ম মানতে হবে-
  1. লেখা কপি থাকা যাবে না
  2. সর্বনিম্ন গল্প হতে হবে ৮০০ শব্দের

ইনকাম ও পামেন্ট-

  1. প্রত্যেকটি লেখার মান অনুযায়ী প্রাথমিকভাবে ৮০+ পাবেন।
  2. মোট আপনার তিনটি লেখা প্রকাশিত হওয়ার পর পেমেন্ট পাওয়া যাবে
  3. প্রথম সাত দিনের কমেন্ট, ভিঊ, শেয়ার এর ওপরে একাউন্টে টাকা জমা হবে।
  4. প্রত্যেক মাসের শুরুতে এবং বিগত মাসের সর্বমোট লেখার জন্য সম্মানী দেওয়া হবে।
  5. পেমেন্ট পাবেন বিকাশে

বাংলা হাব ডট কম ডট বিডি

গল্প ও কবিতা লেখার জন্য সেরা একটি সাইট বাংলা হাফ ডট কম ডট বিডি। এখানে রহস্য, ইতিহাস, ভ্রমণ কাহিনী, সম্পর্ক, হাস্যকর, সাহিত্যিক, রোমান্টিক গল্প লিখে আয় করতে পারবেন। তাই আপনাকে এখানে লেখক হিসেবে যোগ দিতে আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে।
সেজন্য আপনাকে ৮০০ থেকে ১০০০ শব্দের দুইটি আরটিকে লিখে সাবমিট করতে হবে।
এডমিন প্যানেল কর্তৃক আপনার লেখার কোয়ালিটি ও আপনাকে বিশ্বস্ত মনে হলে লেখার পারমিশন দেবে। এরপর থেকে আপনি গল্প লিখে ইনকাম করতে পারবেন।
কিছু নিয়ম মানতে হবে-
  1. লেখা কপি থাকা যাবে না
  2. সর্বনিম্ন গল্প হতে হবে ৮০০ শব্দের।
  3. তাদের আরো কিছু ছোট ছোট শর্ত রয়েছে যেয়ে দেখে নিবেন।
ইনকাম ও পামেন্ট-
  1. প্রত্যেকটি লেখার মান অনুযায়ী ১০০ টাকা পাবেন
  2. প্রত্যেকটি মাসের শুরুতে এবং বিগত মাসে সর্বমোট লেখার জন্য সম্মানী দেওয়া হবে।
  3. পেমেন্ট পাবেন বিকাশে।

শেষ কথার আলোচনা- বাংলাতে গল্প কবিতা লিখে আয় করার ৫টি সাইট, পমেন্ট বিকাশে

আজকে আপনাদের সাথে বাংলাতে গল্প কবিতা লিখে আয় করার ৫টি সাইট পেমেন্ট বিকাশে এই সম্পর্কে আলোচনা করা হলো। আপনারা যারা বাংলাতে গল্প ও কবিতা লিখে আয় করতে চান তারা অবশ্যই ওয়েবসাইটের নিয়ম মেনে কাজ করবেন। শর্তগুলো বিস্তারিতভাবে দেখে নেবেন তাদের ওয়েবসাইটে যেয়ে। এতক্ষন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরো তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রেদওয়ান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url