ইস্তেখারার নামাজ কেন পড়ে - ইস্তেখারার নামাজ পড়ার নিয়ম
ইস্তেখারার নামাজ কেন পড়ে অথবা ইস্তেখারার নামাজ পড়ার নিয়ম এই সম্পর্কে কি আপনি জানতে চান? তাহলে সঠিক জায়গাতে এসেছেন এখানে ইস্তেখারার নামাজ কেন পড়ে এবং ইস্তেখারার নামাজ পড়ার নিয়ম সম্পর্কে আলোচনা করা হবে।
পোস্ট সূচিপত্রঃঅনেক ধরনের নামাজ আছে তার মধ্যে রয়েছে ইস্তেখার নামাজ। এ নামাজ সম্পর্কে আমরা অনেকেই কমবেশি জানি আবার জানিও না। তাই আজকে যে খারাপ নামাজ কেন পড়ে এবং কখন পড়তে হয় এবং পড়ার নিয়ম কি এই সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হলো।
ইস্তেখারার নামাজ কেন পড়ে
অনেকেই জানতে চায় ইস্তেখারা নামাজ কেন পড়ে। ইস্তেখারা শব্দের অর্থ হল কল্যাণ চাওয়া ও কল্যাণ কামনা করা। কোন কিছু সিদ্ধান্ত নিতে না পারা ও বিপদজনক এ বিষয়ে স্বপ্নের মাধ্যমে আল্লাহর কাছ থেকে পরামর্শ তলব করা।
হাদিসের ভেতরে এসেছে ৬৩৮২ নাম্বার হাদিস (সহীহ বুখারীতে)
আল্লাহ রাসুল সাঃ তিনি বলেন, ইস্তেখারার দোয়া, ইস্তেখারার নামায। ইস্তেখারার যে দোয়াটি এটি কুরআনের যে সূরা গুরুত্ব দিয়ে শিক্ষা দিয়েছ, সেভাবে এই ইস্তেখার দোয়া আমাদের সেভাবে শিক্ষা দিয়েছে।
এর উদ্দেশ্য কোন সিদ্ধান্ত নিতে হলে, যেকোনো ভালো কাজের সিদ্ধান্ত নিতে পারছেন না দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন। কাজটা আপনার জন্য করলে ভালো হবে কিনা উপকার হবে কিনা। ব্যবসা ভালো হবে কিনা, সেই ছেলেটাকে বিয়ে করলে ভালো হবে কি না, বা ঐ মেয়েটাকে বিয়ে করলে ভালো হবে কিনা।
আরো পড়ুনঃ পাঁচ ওয়াক্ত নামাজের ফজিলত ও উপকারিতা
এইসব চিন্তাটা আল্লাহর কাছে জেনে নেয়ার জন্য ইস্তেখার করা হয়।যাতে আল্লাহ তাআলা আপনাকে সঠিক পরামর্শ দেবে। ইস্তেখারার আপনি টানা সাত দিন করতে পারেন। আল্লাহতালা আপনার স্বপ্নের মাধ্যমে হোক অথবা আপনার মনের ভেতরে প্রবল ইচ্ছা ও সিদ্ধান্ত এসে যাবে।
ইস্তেখারার নামাজ পড়ার নিয়ম
ইস্তেখারার সালাত দুই রাকাত এটি নফল নামায। দুই রাকাত নামাজ পড়বে ফরজ নামাজের ব্যতীত স্বাভাবিক নফল নামাজের মতই। দুই রাকাত নফল নামাজ পড়ে অতঃপর ইস্তেখারে যে দোয়া রয়েছে সে দোয়াটি পড়ুন। একান্ত তার সহিতে দুই রাকাত নফল নামাজ আদায় করিবে। নামাযান্তে মনোযোগ সহকারে দোয়া পাঠ করিয়া পবিত্র স্থানে অথবা বিছানায় কেবলামুখী নইলে কাত হয়ে শুয়ে ঘুমিয়ে যেতে হবে।
ইনশাল্লাহ আপনি যে বিষয়ে ইস্তেখার করিবেন স্বপ্নের যুগে ইঙ্গিত পাইবেন অথবা মনে প্রবল সিদ্ধান্ত নেবার আত্মবিশ্বাস চলে আসবে। ইস্তেখার নামাজটি ৭ দিন পর্যন্ত টানা পড়ুন। এতে অবশ্যই ভালো ফল পাইবেন।
ইস্তেখারা নামাজ পড়ার নিয়ত
ইস্তেখারা নামাজের সময়
ইস্তেখারা নামাজের দোয়া
ইস্তেখারার নামাজ কেন পড়ে ইতিমধ্যে জেনে এসেছি। এখন জানবো ইস্তেখারা নামাজের দোয়া বিষয়ে।
ইস্তেখারার দোয়া-
আল্লা-হুম্মা ইন্নী আসতাখীরুকা বি'ইলমিকা ওয়া আস্তাক্বদিরুকা বিকুদরাতিকা ওয়া আসাআলুকা মিন ফাদলিকাল আযীম। ফাইন্নাকা তাক্বদিরু ওয়ালা আক্বদিরু, ওয়া ত'লামু ওয়ালা আলামু , ওয়া আনতা আল্লামূল গুয়ূব। আল্লা-হুম্মা ইন কুনতা ত'লামু আন্না হা-যাল আমরাখাইরুন লী ফী দীনি ওয়া মা'আ-শি ওয়া আক্বিবাতি আমরি, ফাকদুরহু লী, ওয়া ইয়াসসিরহু লী, ছুম্মা বা-রিক লী ফী-হি।
রেদওয়ান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url