ভাবসম্প্রসারণঃ মানুষ বাঁচে তার কর্মে বয়সে নয়

আজকে ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছি ভাব সম্প্রসারণ মানুষ বাঁচে তার কর্মে বয়সে নয়। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় তার কর্মে বয়সে হয় এই ভাব সম্প্রসারণটি। জেএসসি, এসএসসি এবং এইচ এসসি পরীক্ষায় অনেক প্রশ্নে দেখা দিয়েছে এই ভাব সম্প্রসারণটি " মানুষ বাঁচে তার কর্মে বয়সে নয়"।

ভাবসম্প্রসারণঃ মানুষ বাঁচে তার কর্মে বয়সে নয়

পোস্ট সূচিপত্রঃতাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করা হয়েছে এই ভাব সম্প্রসারিণটি মানুষ বাঁচে তার কর্মে বয়সে নয়। অনেক সহজ ভাবে লিখা হয়েছে ছাত্রছাত্রীর কথা ভেবে। মানুষ বাঁচে তার কর্মে বয়সে নয় এই ভাব সম্প্রসারণটি তোমাদের মাঝে শেয়ার করেছি। আশা করি তোমরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবে।

মূলভাবঃ

মানব জীবনে কর্মই মূল্যায়নের মানদন্ড, বয়স বড় কথা নয়। কাজের মহিমায় মানুষকে যুগ যুগান্তর বাঁচিয়ে রাখে।মানুষের জীবণকে বয়সের সীমা রেখা দিয়ে পরিমাপ করা যায় না। মহৎ মানুষ পৃথিবী থেকে দৈহিকভাবে মৃত্যুবরণ করলেও থেকে যায় তার পেছনে মহৎ কর্ম।

সম্প্রসারিত ভাবঃ

মানুষ মাত্র জন্ম মৃত্যু্র অধীন। পৃথিবীতে জন্মগ্রহণ করলে অনিবার্যভাবে একদিন তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। দীর্ঘজীবী হয়েও মানুষ যদি জীবনে কোন ভাল কাজ না করে তবে সে জীবন কর্মহীন। এর অর্থহীন জীবন নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর মানুষ তাকে বেশি দিন স্মরণ করে না। এ জীবন নীরবে ঝরে যায়। কিন্তু যে মানুষ তার ছোট জীবনকে দেশজাতি ও সমগ্র পৃথিবীর কল্যাণে কাজে লাগায় তার জীবন হয় স্বার্থক। এ সার্থক জীবন অনেক সময় তার মহৎ কর্মের জন্য স্মরণীয় হয়ে থাকে। তাকে মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। এই অবদান বা গৌরব বয়সের সীমারেখা দ্বারা পরিমাপ করা যায় না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও কবি সুকান্ত কুমার বয়স নয় বরং প্রকৃত সার্থকতা কর্ম সাফল্যের উপর নির্ভরশীল। মানব জীবনের কর্মের মহৎ গুণেই অমরত্ব লাভ করেছে।

মন্তব্যঃ

মানুষ বেশি বয়স পর্যন্ত বাঁচলেও সেই সময়টুকু যদি কোন মহৎ কাজে না লাগায় তবে তার কোন স্থায়িত্ব মূল্য নেই। কাজেই বয়স নয়, মহৎ কর্ম মানুষকে কীর্তিমান করে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রেদওয়ান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url