এক ফোটা বীর্য তৈরি হতে কত সময় লাগে - ছেলেদের শুক্রানু কোথায় থাকে

  

প্রিয় পাঠক আজকে আমরা জানাবো এক ফোঁটা বীর্য তৈরি হতে কত সময় লাগে। এর সাথে থাকছে এক ছেলেদের শুক্রানু কোথায় থাকে। ছেলেদের লিঙ্গের নিচে ঝুলন্ত থলির মত থাকে সেটাকে বলে অণ্ডকোষ থলি। তাই আজকের আর্টিকেলে থাকছে এক ফোঁটা বীর্য তৈরি হতে কত সময় লাগে।

এক ফোটা বীর্য তৈরি হতে কত সময় লাগে

পোস্ট সূচিপত্রঃশুক্রাণু তৈরি প্রক্রিয়া ছেলেদের প্রতিনিয়ত চলতে থাকে। নিচে আলোচনা করা হলো এক ফোটা বীর্য তৈরি হতে কত সময় লাগে ও ছেলেদের শুক্রানু কোথায় থাকে সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

বীর্যে শুক্রাণু বৃদ্ধির খাবার

এখন আমরা জানাবো বীর্যের শুক্রাণু বৃদ্ধির খাবার সম্পর্কে। অনেকের বীর্য কমার কারণ যাদের মানসিক চাপ টেনশন, ঘুম কম, চিন্তা এর জন্য বীর্যে শুক্রানু কমে যায়। আপনি খাবারের মাধ্যমে বীর্য শুক্রাণু বাড়াতে পারেন। নিচে উল্লেখ করা হলো বীর্যে যে শুক্রাণু বৃদ্ধির খাবার সম্পর্কে।

পালং শাক

পালং শাকে রয়েছে ফলিক অ্যাসিড যা শুক্রাণু তৈরি করতে সাহায্য করে।

টমেটো

লাল রঙের টমেটো খেলে পুরুষের দেহের সন্তান জন্মের ক্ষমতা বৃদ্ধি করে। টমেটো খেলে পুরুষের শুক্রানুর পরিমান ৭০% বৃদ্ধি পায়।

গাজর

গাজরে থাকা ভিটামিন পুরুষের স্নায়ু ত্রন্ত কে শক্তি করতে এবং যৌন কার্যকলাপ বৃদ্ধি করতে সহয়তা করে।

কুমড়ার বীজ

কুমড়ার বীজে ওমেগাছি ও ফ্যাটি এসিড রয়েছে যার যৌন রক্তে বৃদ্ধির করতে সাহায্য করে। এগুলো কাঁচা খাওয়ায় উপকারী বলে জানা যায় গবেষণায়।

ডাল

ডাল শুক্রানুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এটা প্রাকৃতিক ফলিক এসিডের অন্যতম উৎস। যেসব পুরুষের শরীরে কম ফলিক থাকে তাদের শরীরে শুক্রাণু দ্রুত তৈরি হয় না।

বাদাম

বাদামে প্রচুর জিংক থাকে। এজিক শরীরে শুক্রানুর সংখ্যা বাড়ায় এবং শক্তিশালী শুক্রানু তৈরি করে। 

ডালিম

ডালিমে এন্টিঅক্সিডেন্টে ভরপুর। যার রক্তের প্রবাহ বাড়ায় এরফলে শুক্রানুর মান উন্নত করে। এটা আপনার কাজ শক্তি ও উন্নতি করবে। 

ডিম

ডিম যৌনসাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার। ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যাহ হরমোনের পরিমাণ ঠিক রাখি আর মানসিক চাপ কমাতে সাহায্য করে। 

টাটকা ফল ও সবজি
টাটকা ফল ও সবজিতে ভিটামিন এ বি ও সি প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাই এই ধরনের খাবার খেলে শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি পায়।
আখরোট 

আখরোট বীর্যের ভলিউম বাড়ায়। প্রতিদিন এক মুঠ আখরোট খেলে শুক্রাণু ও শক্তি বৃদ্ধি পায়। তাছাড়া থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা পুরুষের লিঙ্গে রক্তের সম্পূর্ণ কাজ ভালোভাবে করে।

এক ফোটা বীর্য তৈরি হতে কত সময় লাগে

বীর্য উৎপাদনের কার্যকারিতা পুরুষের শরীরে সবসময় চলতে থাকে। সেজন্য এটা একটা নিয়মিত কাজ। বীর্য থলি পরিপূর্ণ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত বীর্য তৈরি হতে থাকে। অর্থাৎ বিজিত হলে যখন পূর্ণ হবে শরীরে তৈরি হওয়া বীর্য, বীর্যপাত হোক বা না হোক বীর্য থলি পরিপূর্ণ হওয়ার পর তা যে কোন উপায়ে বের হয়ে যাবে। যথারীতি আবারও বীর্য তৈরি হতে থাকে।

আরো পড়ুনঃ কোন বয়সের মেয়েকে বিয়ে করা ভালো

বীর্যপাতের পর বীর্য কমে গেলেও একইভাবে চক্রটি হইতে থাকে। অর্থাৎ এটি চলমান প্রক্রিয়া অথবা একটি নির বিচ্ছিন্ন প্রক্রিয়া। বয়সন্ধির পর অনবরত বীর্য তৈরি হতে থাকে। যতদিন সে বাঁচবে।একইভাবে বীর্যে প্রচুর প্রচুর শুক্রাণু হতেভথাকে। এই শুক্রাণুগুলো একটি  চক্র আকারের পথে উৎপন্ন হতেই থাকে। এক একটি চক্র সম্পন্ন হতে ২৪ থেকে ৭২ দিন সময় লাগে।

তবে অনেকের ক্ষেত্রে পরিমাণ কম বেশি হতে পারে। এটাতে ভয়ের কোন কারণ নেই। পুরুষের অন্ডকোষ থেকে নতুন বীর্য তৈরি হতে সময় লাগে ৬৪ দিন। বীর্য উৎপাদনের শেষ সময় হলে এর কার্যকারিতা পুরুষের শরীরের ক্ষেত্রে সর্বক্ষণ বিরাজমান থাকে। পুরুষের প্রতিদিন ৮ বিলিয়ন বীর্য পুনরায় উৎপাদিত হয়ে থাকে। 

বাচ্চা হওয়ার জন্য কতটুকু বীর্য লাগে

এক ফোটা বিষ দিয়ে তৈরি হতে কত সময় লাগে ও বাচ্চা হওয়ার সময় কতটুকু বীর্য লাগে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অনেকে জানতে চান আপনারা ইন্টারনেটে বাচ্চা হওয়ার জন্য কতটুকু বীর্য লাগে এসব। আজকে আপনাদের জানাবো সন্তান জন্ম হওয়ার জন্য কতটুকু বীর্য দরকার হয়।
সন্তান হওয়ার জন্য বিশ বীর্যের যে শুক্রাণু থাকে সেই শুক্রাণু প্রয়োজন হয়। অনেকগুলোর শুক্রাণু প্রয়োজন পড়ে না। শুধুমাত্র একটি শুক্রাণু হলেই যথেষ্ট। এক ফোঁটা বীর্যে অনেক শুক্রাণু থাকে যা খালি চোখে দেখা যায় না। আল্লাহ তা'আলার সৃষ্টি জগতে এটা একটি রহস্য। একটি শুক্রাণু একটি ডিম্বানুর সাথে মিলিত হয়ে নিষিক্ত হয়ে ভ্রুন গঠন করে। এতে প্রচুর শুকানোর প্রয়োজন হয় না। আর একটা বীর্যের পরিমাণ দ্বারা এটা নির্ধারিত হয় না। যারা চিন্তায় আছেন সহবাসের পরে বীর্য বেরিয়ে আসে এটা সম্পূর্ণ অযৌক্তিক চিন্তা।
আসলে সন্তান ধারণের বিষয়টা বীর্যের পরিমাণ এর ওপর কোনোভাবেই নির্ভর করে না। এটা নির্ভর করে শুক্রাণুর উপর। এক মিলিয়ে বীর্যতে লক্ষ লক্ষ শুক্রানু থাকে কিন্তু গর্ভধারণের জন্য একটি মাত্র সচ্ছল বা একটি সক্ষম সুস্থ শুক্রাণুর প্রয়োজন। মোটকথা হচ্ছে যে কোন পরিমাণ শুক্রাণু সন্তান জন্ম দিতে সক্ষম শুধু একটি শুক্রাণুই যথেষ্ট। যতটুকু শুক্রাণু দিয়ে একটা বাচ্চা জন্ম হয় সেটা আমরা খালি চোখে দেখতে পায় না। তাই এটা নিয়ে চিন্তার কিছুই নেই।
খালি চোখে যে বীর্য কে দেখা যায় তা হল কোটি কটি শুক্রানুর সমষ্টি। একবার বীর্যপাতে প্রায় ৪ থেকে ১২০ কোটি শুক্রাণু বেরিয়ে যায়। এর বিপুল পরিমাণ শুক্রাণুর মধ্যে। মিলনের সময় মাত্র কয়েক ফোটা বীর্য, যোনিতে ঠিকমত বীর্য প্রবেশ করতে পারলে তার ফলেও গর্ভধারণ হওয়া সম্ভব। যোনিতে বীর্যপাত হওয়ার পর একটি শুক্রাণুকে অনেক বাধা পথ পেরিয়ে ডিম্বাশয় এর কাছে পৌঁছাতে হয়।ডিম্বাশয়ের কাছে পৌঁছাতে আধঘন্টা থেকে একদিন পর্যন্ত সময় লাগে। বাচ্চা গর্ভধারণের জন্য মিশনারি আসনে সহবাস করুন। 

বীর্য ঘন করার উপায় কি

প্রিয় বন্ধুরা এখন জানাবো আপনাদেরকে বীর্য ঘন করার উপায় কি। যে সকল পুরুষের বীর্যের মান খুব খারাপ এবং পাতলা হয়। তাহলে সেটা সমস্যা বলে গণ্য করা হয়। বীর্যের পরিমাণের জার কোয়ালিটি যত ভালো তথ্য ও যৌন শক্তি বেশি। যাদের বীর্যের পরিমাণ কম এবং পাতলা ও যাদের বাচ্চা হচ্ছে না বীর্যের ভেতরে যে শুক্রানো থাকে সেই শুক্রানুর সংখ্যা যদি কম থাকে তাহলে কিন্তু বাচ্চা হতে চায় না।
বীর্যের মান যদি ভালো না থাকে তাহলে কিন্তু বাচ্চা কনসিফ করতে চায় না। কি খেলে আপনাদের বীর্য ঘন হবে গাঢ় হবে এর উপায় আজকে বলবো। শুধু তাই নয় এটি বীর্যের মান বৃদ্ধি করবে। কোয়ালিটি ভালো করবে যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা সে সমস্যা ও দূর করবে। ওষুধের নাম হল Mugalliz magon তিন চামচ সকালে ও রাতে তোদের সাথে মিশিয়ে খেলে বেশি উপকার হয়।
এই ওষুধটি আপনি হামদার কোম্পানির পেয়ে যাবেন। খেতে যদি সমস্যা হয় তাহলে আপনি মধুর সাথে মিশিয়ে খেতে পারেন। অবশ্যই ঠিক ৪-৫ মাস খেতে হবে কারণ পুরো বডিতে মেন্টেন করে বীর্য ঘন হতে একটু সময় লাগবে।

শেষ কথার আলোচনা

প্রিয় পাঠক আজকে আলোচনা ছিল বীর্য যে শুক্রাণু বৃদ্ধির খাবার ও এক ফোটা বীর্য তৈরি হতে কত সময় লাগে ও বাচ্চা হওয়ার জন্য কতটুকু লাগে, এই সম্পর্কে বলা হয়েছে। আশা করি আপনারা মনোযোগ সহকারে পড়ে বিষয়টি বুঝেছেন। আপনাদের যদি খুবই সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরো আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রেদওয়ান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url