ফেসবুকে কত ভিউ কত টাকা
ফেসবুক হ্যাক থেকে বাঁচার উপায়আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ফেসবুকে কত ভিউ কত টাকা। এবং এর সাথে আরো থাকছে এক ভিউ কত টাকা এক লক্ষ বিহীন এর জন্য ফেসবুক কত টাকা দেয় ও এক মিলিয়ন ভিউতে কত টাকা ইত্যাদি এসব বিষয়ে আপনাদের সাথে স্বচ্ছ একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আপনাদের উপকারে আসবে।ইউটিউব হল এই আধুনিক বিশ্বের ইন্টারনেট জগতে একটি জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম।
পোস্ট সূচিপত্রঃএখানে মানুষ তাদের অবসর সময় কাটানোর জন্য ফানি ভিডিও, সিনেমা, নাটক, নাচ, গান ইত্যাদি দেখে থাকে। ইউটিউবে বিভিন্ন চ্যানেল থাকে। সেই চ্যানেল থেকে বিভিন্ন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটররা বিভিন্ন কোয়ালিটির ভিডিও আপলোড করে থাকে। আমরা সেই ভিডিওগুলো বিভিন্ন চ্যানেলের সাবস্ক্রাইবার হওয়ার মাধ্যমে দেখতে পাই এবং নির্দিষ্ট অ্যালগরিদম অনুযায়ী আমরা বিভিন্ন ভিডিও সাজেশনও পাই।
১ ভিউ কত টাকা
১ ভিউ এর মান প্রেক্ষাপটের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। ইউটিউবের মতো অনলাইন কন্টেন্ট প্ল্যাটফর্মের প্রেক্ষাপটে, একটি "ভিউ" সাধারণত একজন ব্যবহারকারীর ভিডিও দেখার একটি উদাহরণকে বোঝায়। প্ল্যাটফর্মের বিজ্ঞাপনের আয়, স্পনসরশিপ ডিল এবং দর্শকদের ব্যস্ততার স্তরের মতো বিষয়গুলির উপর ভিত্তি করে বিষয়বস্তু নির্মাতাদের জন্য একটি দৃশ্যের মান পরিবর্তিত হতে পারে।
উদাহরণস্বরূপ, YouTube-এ, একটি ভিউয়ের সঠিক আর্থিক মূল্য স্থির নয় এবং বিষয়বস্তু নির্মাতার নগদীকরণ কৌশল যেমন, বিজ্ঞাপন, স্পনসরশিপ, মার্চেন্ডাইজ, দর্শকদের ভৌগলিক অবস্থান এবং এর নির্দিষ্ট শর্তাবলী সহ বিভিন্ন কারণের উপর নির্ভর করে কোনো অংশীদারিত্ব চুক্তি।
অন্যান্য প্রসঙ্গে, যেমন ওয়েবসাইট বিশ্লেষণ, একটি ভিউ একটি ওয়েবপেজ লোড বা পরিদর্শন করার একটি একক উদাহরণকে নির্দেশ করতে পারে। আবার, এই ধরনের দৃষ্টিভঙ্গির মান ওয়েবসাইট মালিকের লক্ষ্য এবং রাজস্ব মডেলের উপর নির্ভর করবে।
10000 ভিউ এর জন্য ফেসবুক কত টাকা দেয়
ফেসবুক এর রাজস্ব মডেল প্রাথমিকভাবে বিজ্ঞাপনের উপর ভিত্তি করে, এবং নির্মাতারা ফেসবুক পার্টনার প্রোগ্রামের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন, কিন্তু মানদণ্ড এবং রাজস্ব ভাগাভাগি ব্যবস্থা পরিবর্তিত হতে পারে।
ফেসবুকে ভিডিও কন্টেন্টের জন্য, ক্রিয়েটররা বিজ্ঞাপন রাজস্ব ভাগ, ফ্যান সাবস্ক্রিপশন বা অন্যান্য নগদীকরণ বৈশিষ্ট্যের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে। প্রতি 10,000 ভিউতে অর্জিত পরিমাণ দর্শকদের ভৌগলিক অবস্থান, বিষয়বস্তুর ধরন, ব্যস্ততার মাত্রা এবং ফেসবুক এর সাথে অংশীদারিত্বের নির্দিষ্ট শর্তাবলীর উপর নির্ভর করে ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে।
আরো পড়ুনঃ ইসলামিক ফেসবুক বায়ো ডিজাইন
আপনি যদি আপনার ফেসবুক বিষয়বস্তু নগদীকরণ করতে আগ্রহী হন, তাহলে বিষয়বস্তু নির্মাতাদের জন্য ফেসবুক এর অফিসিয়াল নির্দেশিকা এবং নীতিগুলি চেক করার পরামর্শ দেওয়া হয় বা সবচেয়ে আপ-টু-ডেট তথ্যের জন্য ফেসবুক এর মনিটাইজেশন বিভাগে যান৷
ফেসবুকে কত ভিউ কত টাকা
আমরা যারা ফেসবুক ব্যবহার করি সবাই কিছুটা সময় হলেও ফেসবুক ইউজ করি এবং ভিডিও ও ফিড দেখি। এই ভিডিও দেখাতে যারা এ ভিডিও গুলো আপলোড করেছেন তাদের কিন্তু প্রচুর টাকা ইনকাম হয়। এখানে বলে রাখি ইনকাম হচ্ছে সেটা বড় কথা নয় আমাদের জানার বিষয় হচ্ছে ফেসবুকে কতদিন কত টাকা এদের উপার্জন হয়।ভিডিও যখন আপনার ভালো লাগে তখন আপনি সেটি শেয়ার করেন এতে ঐ ভিডিওটি আরো বেশি ভিউস হয়। আর ইনকামটাও বেড়ে যায় ঐ কনটেন্ট ক্রিয়েটরের।
১ মিলিয়ন ভিউতে কত টাকা
আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি তখন সেই ভিডিওতে বিভিন্ন সময়ে অ্যাড আসে। আসলে এই অ্যাড থেকেই ইনকামটা হয়। অ্যাডের জন্যই একজন ইউটিউবার কে ইউটিউব টাকা দিয়ে থাকে। আপনার একটি ভিডিওতে যত বেশিআ অ্যাড দেখানো হবে তত বেশি টাকা পাবেন। বিভিন্ন দেশে অ্যাডের দাম, সিপিএম এগুলোর ওপরেও এই আয় নির্ভর করে। যে দেশের সিপিএম যত বেশি, সে দেশের অ্যাড এর দাম বেশি এবং সেই দেশের ভিউ পেলে ইনকামও বেশি হবে।
ভারতীয় বা বাংলাদেশী ১ মিলিয়ন ভিউতে আপনি ১৫০ থেকে ২০০ ডলার আয় করতে পারবেন আনুমানিকভাবে। আবার আপনার ভিডিও যদি কোন কোম্পানি স্পন্সর করে, সেখান থেকেও আপনি কিছু ইনকাম করতে পারেন।আপনার আপলোডকৃত ভিডিওটি কতটুকু লম্বা বা ভিডিওটি কত মিনিটের এর উপরেও আপনার আয় নির্ভর করবে। আপনার ভিডিওর ডিউরেশন যদি ৮ মিনিটের কম হয় তাহলে তাতে অ্যাড দেখাবে কম।
আরো পড়ুনঃ ইউটিউব অ্যাপে সমস্যা দেখা দিলে সমাধানের উপায়
আর আপনার ভিডিওটির ডিউরেশন যদি ৮ মিনিট বা তারও বেশি হয়, তাহলে আপনি নিজে অ্যাড বসাতে পারবেন ইচ্ছামত কাস্টমাইজ করে। এতে আপনার আয় বেশি হবে।আবার সময়ভেদে অ্যাডের দাম বাড়ে বা কমে। ঈদের সময় বা দুর্গাপূজার সময়ে অ্যাডের দাম অন্য সময়ের তুলনায় বেশি। আবার বিশ্বকাপের সময় অ্যাডের দাম বেড়ে যায় সাধারণ খেলার সময়ের তুলনায়। তখন সেই ভিডিওগুলোতে অ্যাডের দাম ওঠানামার কারণে কম বা বেশি ইনকাম হয়।বিভিন্ন ধরনের অ্যাড আছে।
আপনার ভিউয়ার কোন অ্যাডটি দেখছে তার ওপরেও অনেক কিছু নির্ভর করে। আমরা কিছু অ্যাড দেখি যেগুলো স্কিপ করা যায়। আবার কিছু অ্যাড আছে যেগুলো স্কিপ করা যায়না, পুরো অ্যাডটাই দেখতে হয়। এই ভিন্ন ভিন্ন অ্যাডের জন্যও আপনার পকেটে ঢুকবে ভিন্ন পরিমাণের টাকা।তাহলে আপনারা বুঝতেই পারছেন ইউটিউবে কত ভিউতে কত টাকা ইনকাম হয় এটা কোনভাবেই নির্দিষ্ট করে বলা যায় না। এটা বেশ জটিল একটা হিসাব।
ইউটিউবে ভিডিওতে ভিউ এর পাশাপাশি ভিউয়ার্স এর লোকেশন এবং ভিডিওর ডিউরেশনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু ভিউ আর সাবস্ক্রাইবার দিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন না। কারন ইউটিউব পলিসিতে কোথাও এটা লেখা নেই যে আপনি ভিউ এর পরিবর্তে টাকা পাবেন বা সাবস্ক্রাইবারের বিনিময়ে টাকা পাবেন। আপনি গুগল মনিটাইজেশন সেবা অ্যাডসেন্সের মাধ্যমে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার ইনকাম নির্ভর করবে আপনার ভিউয়ার কোথায় বসে কতক্ষণ ধরে আপনার ভিডিওটি দেখছে তার ওপর।
রেদওয়ান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url