দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থসহ - দোয়া কুনুত পাঠের ফজিলত
সূরা কাহাফ আরবি বাংলা উচ্চারণআমরা সবাই জানি যে দোয়া কুনুত একটি বিখ্যাত দোয়া।দোয়া কুনুত হলো বিতের নামাজ আদায় করার জন্য বিশেষ একটি দোয়া। বিতর নামায এমন একটি নামাজ যা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব। বিতরের নামাযের একেবারে শেষ রাকাতে রুকুতে যাওয়ার আগে, রফয়ে ইয়াদাইন করার পর, দোয়া কুনুত পড়ে রুকুতে যেতে হবে। কুনুত আরবি শব্দ। অর্থ আনুগত্য করা। বিতর নামাজে রসুল সা. দোয়া কুনুত পাঠ করতেন। বিতরের শেষ রাকাতে রুকুতে যাওয়ার আগে তাকবির বলে দোয়া কুনুত পাঠ করতে হয়।
পোস্ট সূচিপত্রঃদোয়া কুনুতকে মূল্যবান দোয়াগুলোর মধ্যে থেকে অন্যতম মনে করা হয়। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে সুরা-কেরাত, দরুদ, তাশাহুদ, দোয়ায়ে মাসুরাসহ বিভিন্ন দোয়া পড়া হয়। নামাজে এসব পড়া আবশ্যক। এমন দোয়ার মতো আরেকটি আমল হল- দোয়া কুনুত। তাই আজকের এই পোস্টের মাধ্যমে দোয়া কুনুত আরবি বাংলা উচ্চারণ ও অর্থসহ এবং দোয়া কুনুত পাঠের ফজিলত সম্পর্কে আলোচনা করা হল।
দোয়া কুনুত আরবি
اَللَّهُمَّ اِنَّا نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ-اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ
দোয়া কুনুত বাংলা উচ্চারণ
আল্লাহুম্মা ইন্না নাসতায়িনুকা ওয়া নাসতাগ ফিরুকা, ওয়ানু’মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনি আলাইকাল খাইর। ওয়া নাসকুরুকা ওয়ালা নাক ফুরুকা, ওয়ানাখলাউ উয়ানাত রুকু মাইয়্যাফযুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকানা’বুদু ওয়ালাকা নুছল্লি, ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাসয়া; ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা, ওয়া নাখশা আজাবাকা; ইন্না আজাবাকা বিলকুফফারি মুলহিক্।
দোয়া কুনুতের বাংলা অর্থ
হে আল্লাহ! আমরা তোমারই সাহায্য চাই। তোমারই নিকট ক্ষমা চাই, তোমারই প্রতি ঈমান রাখি, তোমারই ওপর ভরসা করি এবং সকল মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। হে আল্লাহ! আমরা তোমারই দাসত্ব করি, তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই সিজদাহ করি। আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি। আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আযাবকে ভয় করি। আর তোমার আযাবতো কাফেরদের জন্যই র্নিধারিত।
দোয়া কুনুত কখন পড়তে হয়
ইমাম আবু হানিফা রহ., ইমাম মালিক ও ইমাম শাফেয়ি রহ. প্রমুখ ইমামের সিদ্ধান্ত হলো, ‘দোয়া কুনুত সর্বদা পড়তে হবে। তবে ইমাম আবু হানিফা রহ.-এর মতে, তা শুধু বিতর নামাজে পড়তে হবে। ইমাম মালেক ও শাফেয়ি রহ.-এর মতে তা ফজর নাসাজে পড়বে। ইমাম আবু হানিফা রহ. বলেন, ‘দোয়া কুনুত বিতর নামাজের শেষ রাকাতে রুকুর আগে পড়তে হবে।
দোয়া কুনুত পাঠের ফজিলত
আবু দাউদ এবং আহমদ বিন হাম্বল এর বর্ণনা হতে জানা যায় হাসান ইবনে আলী (রাঃ) এই দোয়াটি মুহাম্মাদের (সাঃ) নিকট থেকে শিখেছিলেন । দাউদ (রঃ) আরও বলেছেন যখন মুসলমানদের উপর কোন বিপদ-আপদ এবং বিপর্যয় আসতো তখন মহা নবী হযরত মুহাম্মদ (সাঃ) দোয়া কুনুত পড়তেন । – মুসান্নাফ ইবনে আবী শাইবা (৬৯৬৫)
আরো পড়ুনঃ সুরা মুলক এর আরবী বাংলা উচ্চারণ অর্থসহ
যখন বান্দা দোয়া কুনুত পড়ে তখন মহান আল্লাহ তা’আলা বান্দার দোয়া কবুল করে নেন। আর যখন আমরা নামাজে দাড়িয়ে মহান আল্লহার নিকট আনগত্য স্বীকার করি, তখন এর থেকে বড় চাওয়া আর কি হতে পারে।
রেদওয়ান আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url